রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে ধামাইনগর ইউনিয়ন পরিষদের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের বাস্তব চিত্র সরেজমিনে পরিদর্শন করেছেন ইউনিসেফ ও ভাইটাল স্ট্র্যাটেজিস-এর প্রতিনিধিদল।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে ধামাইনগর ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ পরিদর্শন কার্যক্রমে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটোসাংবাদিক মি. হুয়ান আরেডোন্ডো। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ভাইটাল স্ট্র্যাটেজিস-এর কান্ট্রি কো-অর্ডিনেটর মোঃ নজরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা কো-অর্ডিনেটর মোঃ মঈন আলী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) গণপতি রায়, রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হুমায়ুন কবীর এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ.এফ. ইসলাম।
সভায় বক্তারা বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন একটি মৌলিক নাগরিক অধিকার। এই প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে জনসচেতনতা বৃদ্ধি এবং ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।
ফটোসাংবাদিক মি. হুয়ান আরেডোন্ডো এ সময় মাঠপর্যায়ে তথ্য ও চিত্র সংগ্রহ করেন। তিনি বলেন, বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ে এ ধরনের নিবন্ধন কার্যক্রম আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার মতো একটি বড় দৃষ্টান্ত।
এ সময় প্রতিনিধিদল স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং নিবন্ধন কার্যক্রমে faced-challenges সম্পর্কে সরাসরি জানেন। তারা বলেন, অনেক ক্ষেত্রে জনগণ এখনো নিবন্ধনের প্রয়োজনীয়তা সম্পর্কে সঠিকভাবে জানে না। তাই সচেতনতামূলক কার্যক্রম ও ইউনিয়ন পরিষদের কার্যকর ভূমিকা গুরুত্বপূর্ণ।
পরিদর্শন শেষে অতিথিরা সন্তোষ প্রকাশ করেন এবং ধামাইনগর ইউনিয়ন পরিষদকে ধন্যবাদ জানান সফল আয়োজনের জন্য।