ঢাকাশুক্রবার , ৪ জুলাই ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. দেশজুরে
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. শিক্ষা

বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি বেড়েছে ২৬ শতাংশ, দক্ষিণ এশিয়ায় শীর্ষে

প্রতিবেদক
intizarbd
জুলাই ৪, ২০২৫ ১২:৩১ অপরাহ্ণ

ইনতিজার ডেস্ক:

২০২৩-২৪ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশ থেকে শিক্ষার্থী ভর্তির হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ‘ওপেন ডোরস ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ডাটা’র তথ্য অনুযায়ী, এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী ভর্তির হার বেড়েছে ২৬ শতাংশ, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।

যুক্তরাষ্ট্রের শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়বিষয়ক বার্ষিক প্রতিবেদন ‘ওপেন ডোরস রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সচেঞ্জ’–এর তথ্য বলছে, মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভারতীয় শিক্ষার্থী ভর্তির হারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে (২৩ শতাংশ)। তবে বাংলাদেশ এদিক থেকে ভারতকেও ছাড়িয়ে গেছে।

দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তান থেকে শিক্ষার্থী ভর্তির হার বেড়েছে মাত্র আট শতাংশ। আর নেপাল থেকে বেড়েছে ১১ শতাংশ।অন্যদিকে, আফ্রিকার দেশ ঘানা থেকে শিক্ষার্থী ভর্তির হার বেড়েছে সর্বাধিক—৪৫ শতাংশ। এছাড়া ইরান (১৫ শতাংশ), নাইজেরিয়া (১৪ শতাংশ), কলম্বিয়া (১১ শতাংশ) থেকেও শিক্ষার্থী ভর্তির হার বেড়েছে।

শিক্ষার্থীর সংখ্যা

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বর্তমানে আন্তর্জাতিক শিক্ষার্থীর মোট সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে ভারতীয়রা। দেশটিতে ৩ লাখ ৩১ হাজার ৬০২ জন ভারতীয় শিক্ষার্থী পড়াশোনা করছেন, যা মোট আন্তর্জাতিক শিক্ষার্থীর ২৯ দশমিক ৪ শতাংশ।

দ্বিতীয় অবস্থানে চীনারা। যুক্তরাষ্ট্রে মোট ২ লাখ ৭৭ হাজার ৩৯৮ জন চীনা শিক্ষার্থী রয়েছেন, যা মোট সংখ্যার ২৪ দশমিক ৬ শতাংশ।

শীর্ষ দশে থাকা বাকি দেশগুলো হলো: দক্ষিণ কোরিয়া (৪৩ হাজার ১৪৯), কানাডা (২৮ হাজার ৯৯৮), তাইওয়ান (২৩ হাজার ১৫৭), ভিয়েতনাম (২২ হাজার ৬৬), নাইজেরিয়া (২ হাজার ২৯), বাংলাদেশ (১৭ হাজার ৯৯), ব্রাজিল (১৬ হাজার ৮৭৭) ও নেপাল (১৬ হাজার ৭৪২)। ১৫তম অবস্থানে রয়েছে পাকিস্তানিরা। তাদের মোট সংখ্যা ১০ হাজার ৯৮৮ জন।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা বিদেশি শিক্ষার্থীদের সংখ্যার দিক থেকে বাংলাদেশিরা রয়েছেন অষ্টম স্থানে।এর আগের বছর (২০২২-২৩) দেশটিতে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ হাজার ৫৬৩ জন। অর্থাৎ, এক বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী বেড়েছে ৩ হাজার ৫৩৬ জন।

যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে উন্নয়নশীল দেশগুলো থেকে উচ্চশিক্ষার সুযোগ নিতে অনেকেই যুক্তরাষ্ট্রকে বেছে নিচ্ছেন।

ওপেন ডোরস কী?

ওপেন ডোরস ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ডাটা হচ্ছে আন্তর্জাতিক শিক্ষার্থী ও গবেষকদের নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বিশ্লেষণধর্মী তথ্যভাণ্ডার। এটি প্রকাশ করে অলাভজনক সংস্থা আইআইই (ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন) এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সহায়তায় এটি পরিচালিত হয়। এই বার্ষিক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা, উৎস দেশ, অধ্যয়ন ক্ষেত্র, অর্থনৈতিক প্রভাবসহ বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমান কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভূঞাপুরে যুবদলের বিক্ষোভ

জামালপুরে ৫০ জন দরিদ্রপ্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ

রায়গঞ্জে সাবেক এমপি ও জুলাই বিপ্লবে সকল শহীদদের স্বরণে দোয়া ও স্বরণসভা

জামালপুরে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী

বগুড়ায় যুবলীগ নেতা আমিনুল গ্রেফতার

বিভিন্ন প্রতিষ্ঠানে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে বিনামূল্যে গাছের চারা বিতরণ

কালিহাতীতে শাস্ত্রীয় সংগীত শিক্ষায় নতুন উদ্যমে উত্তরণ শিল্পীগোষ্ঠীর শিল্পী বৃন্দ

৪৫টি সড়ক সংস্কারের কাজের উদ্বোধন

১২ জুলাই গোলটেবিল বৈঠক ও ৫ আগষ্ট দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

টাঙ্গাইলে সাবেক চেয়ারম্যান ফারুক হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন