জুয়েল রানা, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অগ্নিকান্ডে ১০ টি পরিবারের ১০টি বাড়িসহ ২টি গরুর ফার্ম পুড়ে ছাই হয়ে গেছে। আজ রবিবার সকাল ১১ টায় পৌর শহরের এনায়েতপুর গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। এসব বাড়ির ঘর থেকে কোনো জিনিসপত্র বের করতে পারেননি। প্রায় ৩ ঘণ্টাব্যাপী এ অগ্নিকান্ডে সবর্স্ব হারিয়ে পরিবারগুলো একেবারের নিঃস্ব হয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে তপন দত্তের বাড়ি থেকে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহযোগিতায় দুপুর ২ টার দিকে আগুণ নিয়ন্ত্রণে আসে। আগুন দ্রুত পার্শ্ববর্তী শুকুমার রায়, চন্দ্র ভৌমিক, বিমল দাস, স্বজন দত্ত, গৌতম, সঞ্জিত দাস, সুমন মাফি, মাধবি মালি, বিরন দাস, নিজাম উদ্দিনের বাড়িতে ছড়িয়ে পড়ে। উল্লাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন সুত্র থেকে জানা যায়, স্থানীয় লোকজনদের সহযোগীতায় প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুণ নিয়ন্ত্রণে আনে। পুড়ে যাওয়া পরিবারগুলো তাদের ঘর থেকে কিছুই রক্ষা করতে পারেননি। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানান, অগ্নিকান্ডে তাদের সব মিলিয়ে প্রায় ১০ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে। নতুন করে তাদের বাড়ি নির্মাণ করে দেয়ার জন্য সরকারের প্রতি আবেদন জানান তারা। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন ফায়ার ফাইটার সিহাব উদ্দিন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আবু সালেহ মোহাম্মদ হাসনাত ঘটনাস্থলে ছুটে যান। ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর পাশে গিয়ে সান্ত্বনা দেন।