মোঃমিলন ইসলাম, বাসাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলে বাসাইলে ধুমপান বিরোধী মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।সোমবার(২১জুলাই) দুপুরে পৌরএলাকার বাজার এবং হাটে উপজেলা নিবার্হী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ আকলিমা বেগম এই অভিযান পরিচালনা করেন।অভিযানে ধুমপান ও তামাক জাতীয় দ্রব্য গ্রহন,বিপনন এবং প্রচার বিরোধী সংগঠন ন্যাশনাল এ্যান্টি-টিউবারকুলাসেস এসোসিয়েশন(নাটাব) এর জেলা সমন্বয়ক শাহীনুল ইসলাম, উপজেলা সভাপতি মুসলিম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক ফুটবলার ইউসুফ আলী খান উপস্থিত ছিলেন। নির্বাহী কর্মকর্তার কার্যালয়সূত্রে জানাযায়,তামাক জাতীয় দ্রব্য বিপনন ও প্রচার বিজ্ঞাপন উন্মুক্ত রাখায় বাসাইল বাজার এলাকায় তিনটি দোকানে অভিযান চালিয়ে প্রত্যেককে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়াও প্রকাশ্যে ধুমপান করার অপরাধে এক ব্যাক্তিকে তিন শত টাকা জরিমানা করা হয়। এবিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ আকলিমা বেগম বলেন,এটি ধুমপান বিরোধী একটি মোবাইল কোর্ট। আইনে বলা আছে শিক্ষাপ্রতিষ্ঠানের একশত মিটারের ভেতর কোন দোকানে তামাক জাতীয় দ্রব্য বিক্রি করতে পারবে না। আমরা চিঠি দিয়ে এসব ব্যবসা প্রতিষ্ঠানকে অবগত করেছি।এছাড়াও ধুমপান বিরোধী ব্যাপক প্রচার প্রচারণাও করা হচ্ছে। ধুমপান বিরোধী বিভিন্ন কার্যক্রম,মোবাইল কোর্ট পরিচালনা এসবের মাধ্যমে আমরা ধুমপান মুক্ত উপজেলা গড়তে কিছুটা হলেও সফল হবো।