রিমল তালুকদার:
‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যে টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭ দিনব্যাপী বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে।
রোববার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো.আবু সাঈদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাহাউদ্দীন সরোয়ার রিজভী, সমাজ সেবা কর্মকর্তা মো. হান্নান সরকার, প্রকল্প বাস্তবায়ন (পিআইও) এনামুল হক সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
মেলায় নার্সারিগুলো দেশীয় ফলজ, বনজ ও ঔষধি গাছ সহ বিভিন্ন প্রজাতির বিদেশী জাতের চারা সরবরাহ করেছে।