রাজশাহীর বাঘা উপজেলায় অবৈধভাবে বন্যপ্রাণী ঘুঘু পাখি বিক্রির অভিযোগের প্রেক্ষিতে আজ(বুধবার) বাঘা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে আজাদ পোল্ট্রি ফার্মে ৯টি খাঁচায় প্রায় ২০০টি ঘুঘু পাখি বিক্রির জন্য রাখা হয়েছে বলে প্রমাণ মেলে। তবে অভিযুক্ত ব্যবসায়ীকে ঘটনাস্থলে পাওয়া না যাওয়ায় তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা সম্ভব হয়নি। জব্দকৃত ঘুঘু পাখিগুলো জনসম্মুখে অবমুক্ত করা হয়। এছাড়াও বাজার মনিটরিংকালে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ ভোক্তা অধিকার লঙ্ঘনের বিভিন্ন অপরাধে দুই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় মোট ১০,০০০/- টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অন্যান্য ব্যবসায়ীকে সতর্ক করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং বন্যপ্রাণী ও ভোক্তাদের অধিকার রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে।


















