মুক্তির তিন সপ্তাহ পার করলেও বক্স অফিসে এখনো দাপট দেখাচ্ছে বছরের অন্যতম বলিউড ব্লকবাস্টার ‘সাইয়ারা’। বিশ্বব্যাপী ছবিটির আয় ছাড়িয়েছে ৫০০ কোটি রুপি। ছবির সাফল্য নবাগত দুই তারকা আহান পান্ডে ও অনীত পড্ডাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে। সাফল্যের পর এই প্রথম মুম্বাইয়ে একসঙ্গে দেখা গেল ছবির নায়ক-নায়িকাকে। সম্প্রতি মুম্বাইয়ের এক শপিংমলে আহান-অনীতকে দেখা যায়। সেখানের একটি শোরুম থেকে একসঙ্গে বের হওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। ভাইরাল হওয়া ভিডিওতে দুজনের মুখে ছিল মাস্ক, পোশাকে ক্যাজুয়াল লুক—আহান পরেছিলেন কালো জ্যাকেট ও হালকা নীল জিনস, অনীত পড্ডাকে দেখা গেছে আকাশি–নীল শার্ট ও ডেনিমে। বের হওয়ার সময় আহান অনীতের দিকে হাত বাড়িয়ে দেন, যেন ধরতে বলছেন; তবে অনীত হালকা হাসি দিয়ে তা এড়িয়ে যান।মুহূর্তটি অনলাইনে ছড়িয়ে পড়তেই শুরু হয় প্রেমের গুঞ্জন।