ঢাকারবিবার , ১০ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ই-পেপার
  4. ইউনিকোড কনভাটার
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. ইনতিজার শিশুবৃত্তি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. দেশজুরে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রযুক্তি
  15. ফিচার

মাভাবিপ্রবিতে আইকিউএসি’র আয়োজনে শিক্ষকদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক
intizarbd
আগস্ট ১০, ২০২৫ ৮:৫৬ অপরাহ্ণ

মাভাবিপ্রবি প্রতিনিধি:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে “Keyword, Sequence, Importance (KSI): A Potential Technique for Quality Thesis and Publication” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১০ আগস্ট ২০২৫) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মতিউর রহমান। রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার সহযোগী অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেলের পরিচালক প্রফেসর ড. মোস্তফা কামাল নাসির এবং এমবিএসটিইউ জার্নাল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির এডিটর-ইন-চিফ প্রফেসর ড. মোহাম্মদ মোকাদ্দেস আলী। স্বাগত বক্তব্য দেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ খাইরুল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহ্ আদিল ইশতিয়াক আহমদ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “গবেষণাপত্র পাঠকের জন্য আকর্ষণীয় ও অর্থবহভাবে প্রকাশ করা জরুরি। শুধু ভালো রেজাল্ট থাকলেই হবে না, তা যেন সঠিকভাবে উপস্থাপিত হয়ে পাঠকের কাছে পৌঁছায়। ফলাফল উপস্থাপনের কৌশল জানা গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সর্বশেষ - দেশজুরে

আপনার জন্য নির্বাচিত