ঢাকাসোমবার , ১১ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ই-পেপার
  4. ইউনিকোড কনভাটার
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. ইনতিজার শিশুবৃত্তি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. দেশজুরে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রযুক্তি
  15. ফিচার

মাভাবিপ্রবি’র ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রতিবেদক
intizarbd
আগস্ট ১১, ২০২৫ ৮:২৭ অপরাহ্ণ

মাভাবিপ্রবি সংবাদদাতা:
‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের (ইঞ্জি:/ অনার্স/বিফার্ম) সম্মান প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ১১ আগস্ট ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পৃথকভাবে অনুষ্ঠিত হয়েছে।

‎ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ ইমাম হোসেন ও নিজ নিজ বিভাগের চেয়ারম্যানগণ বক্তব্য রাখেন।

‎প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জিএসটিতে ২ লক্ষ ৪০ হাজারের কাছাকাছি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তোমরা অত্যন্ত সৌভাগ্যবান এতগুলো শিক্ষার্থীদের মধ্যে তোমরা স্বপ্নের বিশ্ববিদ্যালয়কে বেছে নিতে পেরেছ।

‎তোমরা যে স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো, তোমাদের সে স্বপ্ন যেন পূরণ হয়। স্বপ্ন শুধু দেখলেই হবে না, স্বপ্ন পূরণের জন্য প্রচেষ্টা চালাতে হবে। বিশ্ববিদ্যালয় জ্ঞান সৃষ্টি করে, জ্ঞান বিতরণ করে তোমাদের এ জ্ঞান আহরণ করতে হবে।

‎সর্বোপরি, মনে রাখবে—তোমরা শুধু নিজের ভবিষ্যৎ নয়, বরং দেশের ভবিষ্যৎ নির্মাণের অংশ। তাই জ্ঞানকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হবে।

‎উল্লেখ্য, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১৮টি বিভাগে স্নাতক শ্রেনিতে মোট ৮৯৭ জন শিক্ষার্থী ভর্তি করা হয়।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত