সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ করেন।রবিবার (১০ আগষ্ট) সকাল ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত উত্তর বঙ্গের প্রবেশদারের হাটিকুমরুলের ঢাকা–পাবনা, ঢাকা–রাজশাহী ও ঢাকা–বগুড়া মহাসড়ক অবরোধ করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এতে অবরোধ সৃষ্টি হয় যার কারণে মহাসড়কে প্রায় ৮ কিলোমিটার শত শত বাস, ট্রাকসহ বিভিন্ন গাড়ি আটকা পড়ে, এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে যোগ দেন, শাহাজাদপুর সচেতন নাগরিক ফেরাম,বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ,জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী এসময় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান তিনি বলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সিরাজগঞ্জের জন্য গর্ব তাই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দিতে হবে না দিলে শিক্ষার্থীদের সাথে নিয়ে কঠোর কর্মসুচি ঘোষণা দেওয়া হবে।বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই থেকে শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন, প্রতীকী ক্লাস, শিকল ভাঙার গানসহ নানা কর্মসূচি পালন করছেন। তবুও এখনো তাঁদের দাবি, ডিপিপি অনুমোদন ও বাজেট পাসের বিষয়টি আটকে রয়েছে। ২০১৮ সালে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ৯ হাজার ২০০ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব করা হয়। একাধিকবার সংশোধনের পর বর্তমানে প্রকল্প ব্যয় দাঁড়িয়েছে ৫১৯ কোটি ১৫ লাখ টাকা। ২০২৫ সালের মার্চ থেকে ২০২৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রকল্পের মেয়াদ নির্ধারণ করা হয়েছে।বর্তমানে বাংলা, সমাজবিজ্ঞান, অর্থনীতি, সংগীত ও ব্যবস্থাপনা—এই পাঁচ বিভাগে প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী পড়াশোনা করছেন। তাঁদের পাঠদানে রয়েছেন ৩৪ জন শিক্ষক, ৫৪ জন কর্মকর্তা ও ১০৭ জন কর্মচারী।তবে এত বড় একটি বিশ্ববিদ্যালয় এখনো শহরের শাহজাদপুর মহিলা কলেজ, সাইফুদ্দিন ইয়াহিয়া ডিগ্রি কলেজ ও দুটি ভাড়া করা ভবনে কার্যক্রম চালাচ্ছে। পরিকাঠামোর সীমাবদ্ধতা, স্থানসংকট ও পরিবেশগত সমস্যার কারণে শিক্ষার্থীদের প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে। সব শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের অনুমোদন ও বন-পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের পদত্যাগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে মহাসড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।