স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইল পৌরসভার ৬নং ওয়ার্ডে অবাধে ঘুরে বেড়ানো কুকুরের কারণে স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, কুকুরের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় পথচারী, বিশেষ করে শিশু ও বয়স্করা আতঙ্কে চলাফেরা করছেন। যদিও এখনো কাউকে কামড়ানোর ঘটনা ঘটেনি, তবুও দলবদ্ধভাবে রাস্তায় ঘুরে বেড়ানোয় মানুষজন নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। ভোরবেলা ও গভীর রাতে বাইরে বের হতে অনেকে ভয় পাচ্ছেন। স্থানীয়দের আশঙ্কা, সময়মতো ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ অবস্থায় তারা প্রাণিসম্পদ বিভাগ ও পৌর কর্তৃপক্ষের কাছে দ্রুত কুকুর নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়েছেন। একজন বাসিন্দা বলেন, “কুকুরগুলো এখনো কাউকে কামড়ায়নি, কিন্তু যেভাবে দলবেঁধে ঘুরছে, তাতে ভয় পাওয়া স্বাভাবিক। আমরা চাই দ্রুত এর সমাধান হোক।