ভূঞাপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫। মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য যুব র্যালিটি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মোঃ আবু আব্দুল্লাহ খান। দিবসটি উপলক্ষে যুব র্যালি, আলোচনা সভা, শপথ পাঠ, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ সনদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান ভূঞাপুর শিল্পকলা একাডেমীর সামনে দুটি গাছের চারা রোপন করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুব সমাজের ভূমিকা অপরিসীম। তরুণদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম প্রামাণি, উপজেলা যু্বদলের আহবায়ক খন্দকার জুলহাস উদ্দিন, পৌর জামাতের সাধারণ সম্পাদক নুরুর রহমান তালুকদার সেলিম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম।