রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে কৃষকের মাথায় হাত রোপা আমন চাষ থেকে বঞ্চিত ৫ হাজার বিঘা ফসলি জমি। জলাবদ্ধতার কারণে কৃষকরা তাদের জমিতে ফসল ফলাতে পারছেন না। এ কারণে আবাদি জমি ব্যবহৃত না হওয়ার ফলে তারা অর্থনৈতিক সংকটে পড়েছেন,এবং তাঁদের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়,রায়গঞ্জ উপজেলার ঘুরকা ইউনিয়নের ঘুড়কা নতুন পাড়া,জগন্নাথপুর,চকগোবিন্দপুর,কালিপুর গ্রামে যত্রতত্র অবৈধ্য পুকুর খননের ফলে পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ হয়ে গেছে। এ কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আবাদি জমি গুলো তলিয়ে গেছে এবং কৃষকদের আবাদ করতে কোনো সুযোগ মিলছে না।
জগন্নাথপুর গ্রামের কৃষক জহুরুল ইসলাম ও সঞ্জাব আলী বলেন,কয়েকদিনের সামান্ন বৃষ্টির পানিতে তলিয়ে আছে আমাদের আবাদি জমি গুলো। ফলে কৃষকদের রোপা আমন ফসল উৎপাদন করতে দুরশ্চিন্তা প্রকাশ করছে ।
ঘুড়কা নতুন পাড়া গ্রামের কৃষক, তোমেজ, হায়দার আলী,রফিকুল ইসলাম ও সেলিম রেজা বলেন, প্রভাব শালী মহল জোর পূর্বক অপরিকল্পিত ভাবে পুকুর খননের ফলে ব্রিজ কালভাটের মুখ বন্ধ হয়ে গেছে, যার ফলে আমাদের গ্রামের আবাদি জমি গুলো একটু বৃষ্টি হলেই পানিতে ডুবে যায়। এবং কোন কিছু আবাদ করলেও সেগুলো পানির নিচে তলিয়ে নষ্ট হয়ে যায়।
এলাকার বাসিন্দা ও স্থানীয় কৃষকেরা এই পরিস্থিতি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন যত তারাতাড়ি সম্ভব তাদের আবাদি জমি গুলো যেন পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেয়া হয়। তাদের মতে, যদি এই জলাবদ্ধতা দূর করা না হয়, তাহলে কৃষিখাত ধ্বংস হয়ে যেতে পারে এবং দেশের খাদ্য নিরাপত্তা গুরুতর হুমকির মুখে পড়বে।
জলাবদ্ধতার কারণে জমি ব্যবহৃত না হওয়ার ফলে তারা অর্থনৈতিক সংকটে পড়েছেন,এবং তাঁদের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।
এবিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:হুমায়ুন কবির বলেন,জলাবদ্ধতা নিরসনের জন্য যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


















