ঢাকাশুক্রবার , ১৫ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ই-পেপার
  4. ইউনিকোড কনভাটার
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. ইনতিজার শিশুবৃত্তি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. দেশজুরে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রযুক্তি
  15. ফিচার

রাজশাহীতে এক’ই পরিবারের ৪ জনের আত্মহত্যা, পাশেই লিখা চিরকুট 

প্রতিবেদক
intizarbd
আগস্ট ১৫, ২০২৫ ৭:৩৩ অপরাহ্ণ

রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

আজ শুক্রবার সকাল ৯টার দিকে এলাকার একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন: মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী সাধিনা বেগম (২৮), ছেলে মাহিম (১৩) এবং মেয়ে মিথিলা (১৮ মাস)। মাহিম খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

চিরকুটে লেখা হয়েছে,আমি  নিজ হাতে সবাইকে মারলাম এই  কারণে যে আমি একা যদি মরে যাই তাহলে আমার বউ, ছেলে, মেয়ে  কার আশায় বেঁচে থাকবে। কষ্ট আর  দুঃখ ছাড়া কিছুই পাবে না। আমরা মরে গেলাম ঋণের দায়ে  আর খাওয়ার অভাবে। এত  কষ্ট আর মেনে নিতে পারছি না। তাই আমাদের বেঁচে থাকার চেয়ে মরে গেলাম সেই ভাল  হলো।

এতে আরও লেখা  হয়েছে, ‘আমার জন্যে কাওকে মানুষের কাছে ছোট হতে হবে না। আমার  বাবা আমার জন্য  মানুষের কাছে অনেক লোকের কাছে ছোট হয়েছে, আর হতে হবে না। চির  দিনের জন্য চলে গেলাম। আমি চাই  সবাই ভাল থাকবেন।

নিহতের শ্বশুর আবদুল মালেক বলেন, মিনারুল কৃষিকাজ করতেন এবং তার ঋণ ছিল বলে জানা গেছে। তারা মাটির ঘরে বসবাস করতেন। চারজনের মধ্যে উত্তরের ঘরে পাওয়া গেছে মা ও মেয়ের মরদেহ, আর দক্ষিণের ঘরে বাবা মিনারুল ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এবং ছেলের মরদেহ পাওয়া যায়।চঞ্চল্যকর এই ঘটনার পর রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন। 

রাজশাহী পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, আমরা মৃত্যুর খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে এর সাথে সিআইডি, সিবিআই, ডিবি সহ ফরেনসিক বিভাগের সদস্যরা আসেন তারা দেখছেন, এবং কিছু ফিংগার প্রিন্ট রয়েছে ও চিরকুট রয়েছে এগুলো পরীক্ষা-নিরীক্ষা করে বোঝা যাবে মৃত্যুর সত্যতা। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, মানসিক হতাশাগ্রস্থ ও ঋণের জন্য এই ঘটনা ঘটতে পারে। এরই মধ্যে মরদেহ ময়নাতদন্তের জন্য  মরাদেহগুলো  রাজশাহী  মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে। দুই সন্তান ও স্ত্রীকে হত্যাকারী ও নিজে আত্মহত্যাকারী মিনারুলের তার পিতাকে সব মৃতদেহের সৎকারে টাকা ব্যয় না করতে বলে চিরকুট লিখে যান।এলাকাবাসীদের অনেকে তার সূত্র ধরে বলেছে মিনারুল ও তার পিতার দায়িত্ব  কর্তব্য পালনে ইসলামের জ্ঞান ছিলনা তাই একই পরিবার ‘র ৪ জনের এ মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সর্বশেষ - দেশজুরে

আপনার জন্য নির্বাচিত

মাইলস্টোনে আহতদের চিকিৎসা দিতে আসা ব্রিটিশ চিকিৎসকদের ধন্যবাদ প্রধান উপদেষ্টার

টাঙ্গাইলে জীবন বীমা কর্মকর্তার আত্মহত্যা

টাঙ্গাইলে  চাঁদা চেয়ে ব্যবসায়ীকে চিঠি, বিএনপির তিন নেতাসহ গ্রেপ্তার ৫

বাঘায় বন্যার পানিবন্দি পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের মানবিক সহায়তা

হিজাবীদের ক্লাস থেকে বের করে দেওয়ায় হেফাজতের প্রতিবাদ

যেসব এলাকায় শুক্রবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না

পি.আর মানে ভোট দিলাম টাঙ্গাইল এমপি হইলো নোয়াখালী -সুলতান সালাউদ্দিন টুকু 

পরিবারের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করলেন আমির খানের ভাই

বরিশাল বিভাগের ২১ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীর নাম ঘোষণা

মাভাবিপ্রবিতে নবীনবরণ ৩রা সেপ্টেম্বর