১৫ আগস্ট শুক্রবার,২০২৫ খ্রিস্টাব্দ, জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ছায়ানীড়ের আয়োজনে প্রকাশনা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উদ্বাধন করেন বিএমআরসি এর নির্বাহী সদস্য প্রফেসর ডা. মো. রুহুল আমীন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন। প্রধান বক্তা ছিলেন ব্রি. জে. দীপক কুমার পাল চৌধুরী। প্রফেসর ড. মুহাম্মদ শাহজাহান মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এশিয়ান ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক, শিক্ষানুরাগী ও সমাজসেবক রাশিদা জেসমিন রোজী, লেখিকা সৈয়দা রাশিদা বেগম। তারুণ্য তাওহীদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান, প্রশাসসনিক পরিচালক শাহানাজ রহমান, ছায়ানীড়ের আজীবন সদস্য, শিক্ষক, সংগঠক ও লেখক আনজু আনোয়ারা। অনুষ্ঠানে ডা. মো. মিজানুর রহমান সম্পাদিত আলোকিত কালিহাতী; প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক সম্পাদিত ‘সৌরভে গৌরবে বাংলা ভাষা, সৈয়দা রাশিদা বেগম সম্পাদিত ‘জ্যোতির্ময় বাংলা ভাষা’; মাসুদা সুলতানা সম্পাদিত ‘শতাঞ্জলি’।