জামালপুরে ১৮ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে র্যালী, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। হর্টিকালচার সেন্টারের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে কর্মসুচি শুরু করেন জেলা প্রশাসক হাছিনা বেগম। শহরের ফৌজদারী মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- জেলা মৎস্য কর্মকর্তা আ. ন. ম আশরাফুল কবীর।বক্তব্য রাখেন-জেলা প্রশাসক হাছিনা বেগম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক জাকিয়া সুলতানা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সানোয়ার হোসেন, সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন প্রমুখ।