ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ই-পেপার
  4. ইউনিকোড কনভাটার
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. ইনতিজার শিশুবৃত্তি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. দেশজুরে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রযুক্তি
  15. ফিচার

পিতা-মাতার প্রতি সন্তানের হক

প্রতিবেদক
ইন. ডেস্ক
আগস্ট ১৯, ২০২৫ ১১:৪৫ অপরাহ্ণ

পিতা-মাতা সন্তানের জন্য আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। তাদের ত্যাগ-তিতিক্ষা, ভালোবাসা ও যত্নের কারণে সন্তান বড় হয় এবং জীবনে আলোর পথ পায়। তাই ইসলাম পিতা-মাতার প্রতি সদ্ব্যবহারকে ইবাদতের সমান মর্যাদা দিয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন— “তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন, তোমরা তাঁরই ইবাদত করবে এবং পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করবে। তাদের মধ্যে কেউ বার্ধক্যে উপনীত হলে ‘উফ’ বলো না, তাদের ধমক দিও না; বরং তাদের সাথে ভদ্রভাবে কথা বলো।”(সূরা আল-ইসরা: ২৩) রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন—“পিতা-মাতা জান্নাতের দরজা। তুমি চাইলে সেই দরজা রক্ষা করো, আর চাইলে তা নষ্ট করো।”(তিরমিজি)। সন্তানের কর্তব্য: পিতা-মাতার প্রতি সন্তানের প্রধান কর্তব্যসমূহ হলো—1. সর্বদা শ্রদ্ধা ও আনুগত্য প্রদর্শন করা (হারামের নির্দেশ ব্যতীত)।2. বার্ধক্যে তাদের সেবা-যত্ন করা। 3. সর্বদা তাদের জন্য দোয়া করা—“হে আমার রব! আমার পিতা-মাতাকে দয়া করুন, যেভাবে তারা আমাকে ছোটবেলায় লালন করেছেন।”(সূরা আল-ইসরা: ২৪), 4. মৃত্যুর পরও তাদের জন্য ইসালে সওয়াব পৌঁছানো। বর্তমান প্রেক্ষাপটঃ আজকের যুগে দেখা যায় অনেকেই পিতা-মাতার প্রতি অবহেলা করছে। অথচ মনে রাখা জরুরি— আল্লাহর সন্তুষ্টি নিহিত আছে পিতা-মাতার সন্তুষ্টিতে, আর আল্লাহর অসন্তুষ্টি নিহিত আছে পিতা-মাতার অসন্তুষ্টিতে।

উপসংহারঃ আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি—“আমরা সবসময় পিতা-মাতার আনুগত্য করব, তাদের সেবা করব এবং তাদের জন্য দোয়া করব।” তাহলেই আমাদের দুনিয়ার জীবন হবে শান্তিময় এবং আখিরাত হবে কল্যাণময়।

সর্বশেষ - দেশজুরে

আপনার জন্য নির্বাচিত