জামালপুরের মেলান্দহে মৎস্য সম্পদ রক্ষা শীর্ষক মতবিনিময় সভা ১৯ আগস্ট বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় মৎস্য জীবি, মৎস্য চাষী, জেলে এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য অফিস আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মৎস্য কর্মকর্তা আশিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন-জেলা মৎস্য কর্মকর্তা আ.ন.ম. আশরাফুল কবীর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সহকারি মৎস্য কর্মকর্তা কামরুজ্জামান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, মৎস্য চাষী সোনাহার মুন্সি, জাকির হোসেন প্রমুখ। সভায় মৎস্য সুরক্ষায় মাছের খাদ্য সরবরাহকারি সিন্ডিকেট ভাঙ্গাসহ চায়না জালের ব্যবহার বন্ধে করণীয় বিষয়ে আলোকপাত করা হয়।