টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অবৈধ জাল বিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।মঙ্গলবার (১৯ আগষ্ট) বিকেলে হামিদপুর বাজার সংলগ্ন বেতডোবা এলাকায় অসাধু ব্যবসায়ীদের গোডাউনে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম-এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।অভিযানকালে প্রায় ১২ হাজার মিটার চায়না জাল ও ৩ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করে তা প্রকাশ্যে বিনষ্ট করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা।উপজেলা মৎস্য কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত থেকে অভিযানে সহায়তা করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দেশের জলাশয়ে মাছের প্রজনন ও সংরক্ষণে প্রতিবন্ধক এসব অবৈধ জাল ব্যবহার দীর্ঘদিন ধরে নিষিদ্ধ থাকলেও অসাধু কিছু ব্যক্তি আইন অমান্য করে বিক্রি করছে।স্থানীয় সচেতন মহল মনে করছেন, নিয়মিত এমন অভিযান পরিচালনা করা গেলে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং জেলেদের সুরক্ষা নিশ্চিত হবে।