কালিহাতী প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা, পৌর ও এলাকা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব আলী আকবর জব্বার, সাবেক মেয়র ও কালিহাতী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক। সভাটি পরিচালনা করেন উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক। বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন,কেন্দ্রীয় মুক্তিযুদ্ধা দলের সহ সভাপতি বীর মুক্তিযুদ্ধা আব্দুল হালিম মিয়া,বীর মুক্তিযোদ্ধা ও বিআরডিবি সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সাবেক আহবায়ক শুকুর মাহমুদ, বাংলাদেশ ডক্টরস অ্যাসোসিয়েশনের (ড্যাব)-এর সাবেক নেতা ও প্রখ্যাত চিকিৎসক ডা. মো. শাহ আলম তালুকদার, কারানির্যাতিত পেশাজীবী নেতা ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কো-চেয়ারম্যান প্রফেসর একেএম আব্দুল আউয়াল এবং ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি কালিহাতী উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক কৃষিবিদ এসএম এ খালিদ। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি রহিমা খাতুন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রশিদুল ইসলাম রতন, কালিহাতী উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মো: রকিব হোসেন মোল্লা এবং কালিহাতী পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী এবং এনামুল হক প্রমুখ। বক্তারা বলেন, বিএনপি দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠার পর থেকে দলটি জনগণের অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। তারা বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, দেশের মানুষ আজ গণতন্ত্র থেকে বঞ্চিত। এ অবস্থা থেকে উত্তরণের জন্য বিএনপিকে আরও ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে। আলোচনা সভায় উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।