ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ই-পেপার
  4. ইউনিকোড কনভাটার
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. ইনতিজার শিশুবৃত্তি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. দেশজুরে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রযুক্তি
  15. ফিচার

চাকরির বাজারে ‘এআইয়ের থাবা’ পড়েনি এক্সেল দক্ষতায় 

প্রতিবেদক
intizarbd
সেপ্টেম্বর ৩, ২০২৫ ১১:৫৭ পূর্বাহ্ণ

এম মুহাম্মাদ নাজমুল হক : 

দেখা যাচ্ছে প্রযুক্তি জগতে এআই যতই আলোচনায় থাকুক না কেন চাকরির বাজারে প্রথাগত  পুরানো দক্ষতার চাহিদা এখনও বেশি।

সবচেয়ে কাঙ্ক্ষিত সক্ষমতাগুলোর একটি আসলে  চার দশকেরও বেশি পুরানো।

সিলিকন ভ্যালিতে এখন প্রতিভা দখলের লড়াইয়ে আগুনে ঘি ঢালছে এআই। তবে বিস্ময়কর বিষয় হচ্ছে, এ শিল্পে সবচেয়ে কাঙ্ক্ষিত সক্ষমতাগুলোর একটি আসলে চার দশকেরও বেশি পুরানো।

১৯৮৫ সালে প্রথম চালু হওয়া মাইক্রোসফট এক্সেল আজও চাকরির বিভিন্ন বিজ্ঞাপনের তালিকায় সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন ও উল্লেখযোগ্য দক্ষতা হিসেবে টিকে রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে বিজনেস ইনসাইডার।

সম্প্রতি এক কোটিরও বেশি প্রযুক্তি-সংক্রান্ত চাকরির বিজ্ঞাপন পর্যালোচনা করে ‘ইনডিড’-এ একটি প্রতিবেদনে প্রকাশ করেছে কোডিং বুটক্যাম্পসহ প্রযুক্তি শিক্ষা শিল্পের ওপর নজর রাখে এমন ‘কোর্স রিপোর্ট’, যেখানে সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন চাকরির বিভিন্ন দক্ষতাকে চিহ্নিত করেছে তারা।

প্রতিবেদনে অনুসারে, সবকিছু ছাপিয়ে শীর্ষে রয়েছে মাইক্রোসফট এক্সেল, যার উল্লেখ মিলেছে ৫ লাখ ৩১ হাজার বার। অবাক করা বিষয় হচ্ছে, এআইতে বহুল ব্যবহৃত জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা পাইথনের উল্লেখ রয়েছে কেবল ৬৭ হাজার বার। আর ডেটা ম্যানেজমেন্টে ব্যবহৃত আরেকটি গুরুত্বপূর্ণ ভাষা ‘এসকিউএল’-এর নাম উঠে এসেছে ৬০ হাজার বার।

আধুনিক প্রযুক্তির যুগেও চার দশক পুরানো মাইক্রোসফট এক্সেল-এর গুরুত্ব এখনও অটুট, যেখানে এআই-সংক্রান্ত দক্ষতার উল্লেখ তুলনামূলক কম দেখা গিয়েছে।

মেশিন লার্নিং-এর কথা এসেছে কেবল ৩১ হাজারটি চাকরির বিজ্ঞাপনে এবং সরাসরি এআই শব্দটির উল্লেখ রয়েছে কেবল ২৫ হাজার বার।

দেখা যাচ্ছে প্রযুক্তি জগতে এআই যতই আলোচনায় থাকুক না কেন চাকরির বাজারে প্রথাগত ও পুরানো দক্ষতার চাহিদা এখনও বেশি।

এআই বিপ্লবের মূল ভিত্তি যেহেতু ডেটা, ফলে এখনও দক্ষ এক্সেল বিশেষজ্ঞদের খুব বেশি প্রয়োজন অনুভব করছে প্রযুক্তি খাত। বর্তমানে ডেটা সংগ্রহের প্রতিযোগিতা এতটাই তীব্র যে, শীর্ষস্থানীয় অনেক এআই কোম্পানি নিজেদের সীমারেখা পেরিয়ে যাচ্ছে, এমনকি কখনো কখনো কপিরাইট লঙ্ঘনের ঝুঁকি নিয়েও।

এ সংকট সামাল দিচ্ছে কিছু কোম্পানি, আবার কিছু কোম্পানি ঝুঁকছে সিনথেটিক ডেটার দিকে। এটিও এক ধরনের কৃত্রিম ডেটা, যেটি তৈরি হয় সামান্য কিছু আসল ডেটা ব্যবহার করে মেশিন লার্নিং অ্যালগরিদম দিয়ে।

‘ফরচুন ৫০০’ তালিকায় থাকা বিভিন্ন কোম্পানিকে ভুলমুক্ত এআই সিস্টেম তৈরিতে সাহায্য করেছে ‘প্রম্পটকিউএল’ নামের এক প্রযুক্তি কোম্পানি। এর সহ-প্রতিষ্ঠাতা রাজোশি রোশ বলেছেন, এক্সেল-এ দক্ষতার চাহিদা বহুদিন ধরেই থাকবে।

“বাণিজ্যিক ব্যবহারকারীরা যেভাবে ভাবেন ও কাজ করেন তার সঙ্গে এক্সেল-এর ইন্টারফেইস এতটাই গভীরভাবে জড়িয়ে রয়েছে যে তা বদলানো কঠিন। পরিবর্তন আসবে কেবল কীভাবে ডেটা এক্সেল-এ প্রবেশ করবে তার মধ্যে।

“এআই যখন আরও পরিপক্ক হবে তখন এর প্রধান কাজ হবে মানুষের বিশ্বস্ত বিভিন্ন টুলে সঠিক ও প্রাসঙ্গিক তথ্য সরাসরি পৌঁছে দেওয়া। যেমন– এক্সেল।”

সিকিউরিটি প্রশ্নাবলী কোম্পানি ‘সিকিউরিটিপ্যাল’-এর সিইও পুকার হামাল বলেছেন, চ্যাটবট ও এজেন্টের দৃষ্টিনন্দন প্রযুক্তির পেছনে রয়েছে ভালো ও পুরানো ধাঁচের এক্সেল।

“আমরা বার বার ভাবছি যে, নতুন ইন্টারফেইসের মাধ্যমে ভবিষ্যত আসবে।” তবে অধিকাংশ ‘বি২বি’ কোম্পানির ক্ষেত্রে “শেষ পর্যায়টা একই রকম, আপনি হয় এক্সেল মডেলকে নতুন এক ইউআই বা ইউজার ইন্টারফেইস দিয়ে সাজাবেন বা ক্রেতাদের এমন কোনো সুবিধা দেবেন যাতে তারা আপনার ডেটা আবার এক্সেল-এ ফিরিয়ে নিয়ে যেতে পারে। কারণ সেটাই আপনার সিদ্ধান্ত ও অর্থের জন্য গুরুত্বপূর্ণ।”

বিশ্বের শীর্ষ প্রযুক্তি জায়ান্টরা যখন উন্নতমানের এআই প্রতিভার জন্য তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছে তখনও এই পরীক্ষিত ও প্রমাণিত দক্ষতাওয়ালা মানুষ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ।

এআই প্রতিভা অর্জনের লড়াই এখন এতটাই তীব্র যে, মোটা অংকের বেতনে বিশেষজ্ঞদের টেনে নেওয়ার চেষ্টা করছে বিভিন্ন প্রযুক্তি কোম্পানি। মেশিন লার্নিং দক্ষতাওয়ালা প্রার্থীদের জন্য দেড়-দুই লাখ ডলার পর্যন্ত অতিরিক্ত বেতন দিতে প্রস্তুত মেটা, গুগল, অ্যামাজন ও ওপেনএআইয়ের মতো মার্কিন টেক জায়ান্টরা।

গভীর প্রযুক্তিগত দক্ষতা না থাকলেও অনেক চাকরিপ্রার্থী ‘ভাইব-কোডিং’ ও ‘প্রম্পট ইঞ্জিনিয়ারিং’-এর মতো দক্ষতার মাধ্যমে লাভজনক কাজ পাচ্ছেন। এগুলো মূলত চ্যাটবট, এজেন্ট ও অন্যান্য এআই টুল থেকে সেরা ফলাফল পাওয়ার জন্য বুদ্ধিমত্তার সঙ্গে সঠিক কমান্ড বা প্রশ্ন তৈরির কাজ।

এক্সেল এতটা চমকপ্রদ না বা এর পারিশ্রমিক কম হলেও প্রযুক্তির শীর্ষস্থানে আজও গুরুত্বপূর্ণ দক্ষতা এটি।

সর্বশেষ - দেশজুরে