ঢাকাবুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ই-পেপার
  4. ইউনিকোড কনভাটার
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. ইনতিজার শিশুবৃত্তি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. দেশজুরে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রযুক্তি
  15. ফিচার

মাভাবিপ্রবিতে ছাত্র সংসদ গঠনে উচ্চস্তরের কমিটি, আন্দোলনকারীদের সন্তুষ্টি নেই

প্রতিবেদক
intizarbd
সেপ্টেম্বর ১০, ২০২৫ ৮:০৭ অপরাহ্ণ

রায়হান আহমেদ, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে অবশেষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (মাকসু) গঠনের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। গত ২৭ আগস্ট অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৫০তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ছাত্র সংসদ প্রতিষ্ঠার জন্য ৮ সদস্যবিশিষ্ট একটি উচ্চতর কমিটি গঠন করা হয়। গত ১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা: তোহিদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। ৮ সদস্য বিশিষ্ট এ কমিটির আহ্বায়ক করা হয়েছে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিনকে। রিজেন্ট বোর্ডের সদস্য, বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষকদের নিয়ে এই কমিটি গঠিত হয়েছে। শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শ দান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিমকে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নোটিশে কমিটির কার্যপরিধিতে ৩ টি বিষয় উল্লেখ করা হয়েছে। ১. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিষ্ঠার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইন ও অন্যান্য বিষয় পর্যালোচনা করণ। ২. কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনের বিষয়ে মতামত প্রদানের সুপারিশ প্রেরণ। ৩. কেন্দ্রীয় ছাত্র সংসদের গঠনতন্ত্র প্রণয়ন। এর আগে ছাত্র সংসদ গঠনের দাবিতে শিক্ষার্থীরা আমরণ অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছিলেন। তবে কমিটি ঘোষণার পর আপাতত অনশন কর্মসূচি স্থগিত রয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, শুধু কমিটি গঠনে তারা সন্তুষ্ট নন, বরং দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা প্রয়োজন। ছাত্র সংসদের দাবিতে গত আগস্টে আমরণ অনশনে অংশ নেওয়া শিক্ষার্থী আক্তারুজ্জামান সাজু বলেন,“আমরা দির্ঘদিন যাবৎ ছাত্র সংসদ প্রতিষ্ঠায় সংগ্রাম করে আসছি। একপর্যায়ে আমরা ছাত্র সংসদের দাবিতে আমরণ  অনশন কর্মসূচি পালন করি । বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি উচ্চতর কমিটি গঠন করলেও কমিটির কার্যপরিধিতে ছাত্র সংসদ নির্বাচনী রোডম্যাপ তৈরীর কোন নির্দেশনা নেই। আমরা আগামী শনিবার পর্যন্ত প্রশাসনকে সময় দিয়েছি। বেঁধে দেওয়া সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা না হলে আমরা আবারও কঠোর আন্দোলনে যাব। অন্য এক আন্দোলনকারী শিক্ষার্থী তুষার আহমেদ বলেন,“ছাত্র সংসদ ছাড়া শিক্ষার্থীদের কোনো গণতান্ত্রিক প্ল্যাটফর্ম নেই। প্রশাসনের এই উদ্যোগ ইতিবাচক হলেও কবে নির্বাচন হবে তা পরিষ্কার নয়। আমরা চাই, দ্রুত রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন দেওয়া হোক। এই বিষয় জানতে চাইলে,শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শ দান কেন্দ্রের পরিচালক ও কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. ফজলুল করিম বলেন,ছাত্র সংসদের জন্য ইতিমধ্যে একটি উচ্চতর কমিটি গঠন হয়েছে। আমরা দ্রুততম সময়ে মধ্যে আমাদের কার্যপরিধির বিষয়ে কাজ করব। শিক্ষার্থীরা আমার কাছে এসেছিল নির্বাচনের রোড ম্যাপ জানার জন্য, আমি তাদের জানিয়েছি কমিটির সভায় নির্বাচনের রোডম্যাপ বিষয় আমি কথা বলব। শিক্ষার্থীরা মনে করছেন, এই কমিটি ছাত্র সংসদ প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও সুনির্দিষ্ট নির্বাচন তারিখ ঘোষণা ছাড়া তাদের আন্দোলনের লক্ষ্য পূর্ণ হবে না।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

কাহালুতে পুলিশের অভিযানে ৭ জন জুয়ারু গ্রেফতার

পি.আর মানে ভোট দিলাম টাঙ্গাইল এমপি হইলো নোয়াখালী -সুলতান সালাউদ্দিন টুকু 

চাকরির বাজারে ‘এআইয়ের থাবা’ পড়েনি এক্সেল দক্ষতায় 

ভূঞাপুরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

কালিহাতীতে অবৈধ জাল বিরোধী অভিযান

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে জামায়তের গোপালপুরে গণমিছিল ও সমাবেশ

মধুপুরে বিভিন্ন দপ্তর পরিদর্শনে টাঙ্গাইলের জেলা প্রশাসক

দেলদুয়ারে ব্যবসায়িক দ্বন্ধের জেরে মধ্যরাতে মাটির ট্রাকে আগুন; ব্যবসায়ীসহ কর্মচারীগণের বিলাপ!

পতিত সরবকার বাংলাদেশের সকল সেক্টর ধ্বংস করে ফেলেছে: তারেক রহমান

মেলান্দহে মৎস্য সপ্তাহ পালিত