নিজেস্ব প্রতিবেদক:
১৪ সেপ্টেম্বর ২০২৫ (রবিবার) কুমুদিনী সরকারি কলেজ, -এর অর্থনীতি বিভাগের উদ্যোগে “২০২৫-২৬ অর্থবছরের বাজেট পর্যালোচনা: প্রেক্ষিত বাংলাদেশ” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় কলেজ অডিটরিয়ামে সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রাজ্জাক খান এবং শিক্ষক পরিষদের সম্পাদক ও প্রবন্ধ উপস্থাপক জনাব মোয়াজ্জম হোসেন ভূঁইয়া। সেমিনারের মুখ্য আলোচক ছিলেন সরকারি সা’দত কলেজ, করটিয়া, টাঙ্গাইল-এর অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো: সাইফুল মালেক আনছারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমুদিনী সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর বিশ্বজিৎ সাহা। প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন, “একটি দেশের উন্নয়নের জন্য তিনটি বিষয় অপরিহার্য— মানব সম্পদ, প্রাকৃতিক সম্পদ এবং মূলধন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “ভালো ছাত্রী হওয়ার চেয়ে আগে তোমাদের ভালো মানুষ হতে হবে। বক্তারা তাদের আলোচনায় ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের বিভিন্ন দিক বিশ্লেষণ করেন এবং বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেন। অনুষ্ঠানে বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীসহ গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।


















