ঢাকারবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ই-পেপার
  4. ইউনিকোড কনভাটার
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. ইনতিজার শিশুবৃত্তি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. দেশজুরে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রযুক্তি
  15. ফিচার

মধুপুরে শাহীন স্কুলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

প্রতিবেদক
intizarbd
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ১১:৫২ অপরাহ্ণ

মধুপুর প্রতিনিধি

 মধুপুরের শাহীন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৩ সেপ্টেম্বর তারিখে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহীন শিক্ষা পরিবার টাঙ্গাইলের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন আসলাম। এ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জামালপুর অঞ্চলের নির্বাহী পরিচালক আব্দুল গফুর । বিশেষ অতিথি হিসেবে ছিলেন রিজিওনাল লিড প্রিন্সিপাল মিলন সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর শাখার প্রধান শিক্ষক রোকনুজ্জামান রোকন, পরিচালক বিপুল কুমার মন্ডল, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও সুধীজন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক  মো. রোকনুজ্জামান ও মো. রাসেল। আলোচনা অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ , ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবক মহল। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক রোকনুজ্জামান রোকন । তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দিকনির্দেশনা দেন এবং পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “শিক্ষার্থীরাই একটি জাতির ভবিষ্যৎ। শাহীন স্কুলের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়, যা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে।” তিনি আরও বলেন, কেবল ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এরপর কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে এবং ভবিষ্যতে আরও ভালো করার প্রত্যয় ব্যক্ত করে। সবশেষে, সভাপতি তার সমাপনী বক্তব্যে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করেন। এই ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের মাঝে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং তাদের প্রতিভা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন।

সর্বশেষ - নারী ও শিশু

আপনার জন্য নির্বাচিত

মাভাবিপ্রবিতে আইকিউএসি’র আয়োজনে শিক্ষকদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত

ইনতিজার শিশুবৃত্তি ২০২৫ খ্রি.

বাঘায় অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে রাখা ২০০ ঘুঘু পাখি অবমুক্ত, দুই ব্যবসায়ীকে জরিমানা

আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে মাসব্যাপী ক্যাম্পেইন

সৌদি নারীদের অজানা গল্প নিয়ে ভেনিস যাচ্ছে ‘হিজরাহ’

টাঙ্গাইলে বিভিন্ন স্কুল কলেজ ও  শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে গাছের চারা বিতরণ

আর্জেন্টিনার সর্বকালের সেরা পাঁচ ফুটবলার বেছে নিলেন দি মারিয়া

আর্জেন্টিনার সর্বকালের সেরা পাঁচ ফুটবলার বেছে নিলেন দি মারিয়া

মাভাবিপ্রবিতে ৪ জন আজীবন, বিভিন্ন মেয়াদে মোট ১৯ ছাত্রলীগ কর্মী বহিষ্কার

চলছে দুর্গাপুজা আয়োজনের ব্যাপক প্রস্তুতি

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর আত্মহত্যা করেছেন অর্ধশত ইসরায়েলি সেনা