নিজস্ব প্রতিনিধি:
১৩ সেপ্টেম্বর শনিবার ডেলটা মেডিকেল কলেজে ছায়াীড়ের পরিচালনায় ‘‘সর্বস্তরে বাংলা ভাষা: শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ডেলটা মেডিকেল কলেজের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোকাররম আলী। সভাপতিত্ব করেন ডেলটা মেডিকেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. দীপক কুমার পাল চৌধুরী। তারকা অতিথি ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক ডি এ তায়েব। বিশেষ অতিথি ছিলেন গ্লোবাল নলেজ ফাউন্ডেশনের চেয়ারপার্সন রোটারিয়ান রাবেয়া আক্তার, বিশিষ্ট লেখক ও শিক্ষানুরাগী আজমীর রহমান খান ইউসুফজাই। কর্মশালার মূল আলোচক ছিলেন ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান। কর্মশালায় ডেলটা মেডিকেল কলেজের ১০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মূল আলোচক প্রমিত বাংলা বানান ও উচ্চারণ বিষয়ে আলোচনা করেন। আজমীর রহমান খান ইউসুফজাইয়ের সৌজন্যে ডেলটা মেডিকেল করলজে মুক্ত পাঠাগার উদ্বোধন করা হয়।


















