বাসাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের বাসাইলে ভেজাল, মেয়াদোত্তীর্ণ বা অনুমোদনহীন কসমেটিকস বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৫সেপ্টেম্বর)দুপুরে বাসাইল বাজারে ভেজাল, মেয়াদোত্তীর্ণ বা অনুমোদনহীন কসমেটিকস বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪০ এবং ৪৫ ধারায় দুই ব্যবসায়ীকে দুটি মামলায় ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা ও টাঙ্গাইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাসাইল সেনাবাহিনী ক্যাম্প ও পুলিশ সার্বিক সহায়তা প্রদান করে।


















