নিজস্ব প্রতিবেদক:
“আমার ভোটে নতুন বাংলাদেশ” আয়োজন করছে Volunteer for Bangladesh
গণতন্ত্র শুধু একটি শাসনব্যবস্থা নয়, এটি জনগণের সক্রিয় অংশগ্রহণের প্রতীক। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস আমাদের স্মরণ করিয়ে দেয়—টেকসই ও ন্যায্য সমাজ গঠনে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার কোনো বিকল্প নেই। এই উপলক্ষে Volunteer for Bangladesh, Alokito Nagorik – আলোকিত নাগরিক এর সহযোগিতায় আয়োজন করছে মাসব্যাপী বিশেষ ক্যাম্পেইন “আমার ভোটে নতুন বাংলাদেশ”। ক্যাম্পেইনের মূল স্লোগান: “সঠিক ভোটে, সঠিক নেতৃত্ব।” দেশের ৬৪ জেলা ও ৪৯৫টি উপজেলার হাজারো ভলান্টিয়ার এবং সাধারণ মানুষ এতে যুক্ত হবে। আয়োজনের মাধ্যমে গণতন্ত্রকে দৈনন্দিন জীবনের অংশ করে তোলা এবং আগামী প্রজন্মের জন্য একটি শক্তিশালী, ন্যায্য ও অংশগ্রহণমূলক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।


















