ডি. কে. আহম্মেদ :
“মেধা আপনার সন্তানের, বিকশিত করার দায়িত্ব আমাদের ” এই প্রতিপাদ্য সামনে রেখে টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার শিহরাইল বাগান বাড়ীতে সুন্দর ও মনোরম পরিবেশে শিহরাইল গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ শহিদুল ইসলাম (মিন্টু) এর পরিচালনায় প্লে-গ্রুপ হতে কেজি ফাইভ পর্যন্ত আবাসিক, অনাবাসিক, ডে- কেয়ার, নাইট -কেয়ার কার্যক্রম পরিচালনা করে আসছে। ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকল ৮.০০ টার সময় দৈনিক ইনতিজার শিশু বৃত্তি পরীক্ষা -২০২৫ এর ফরম বিতরণ কালীন সময় শাখা ব্যবস্থাপক মো: শহিদুল ইসলাম জানান আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ২০০২ সালে স্থাপিত হওয়ার পর সরকারি এবং বেসরকারি অনেক বৃত্তি পেয়েছে আমাদের এই প্রধান শাখা ছাড়া আর ও দুটি শাখা আছে এই শাখায় বর্তমান ছাত্র-ছাত্রী ২০০ এর উপরে উল্লেখ্য থাকে যে প্রতি বছর অত্র প্রতিষ্ঠান থেকে প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী দৈনিক ইনতিজার শিশু বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে ট্যানেলপুলসহ বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী বৃত্তি পেয়ে থাকে তারই ধারাবাহিকতা এবছর দৈনিক ইনতিজার শিশু বৃত্তি পরীক্ষা-২০২৫ এর আবেদন ফরম নিয়ে উপস্থিত হই এবং অত্র শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রায় ১০০ আবেদন ফরম গ্রহণ করে। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাক্ষ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, শিক্ষক মো: রাসেল রানা, মো: শহিদ মিয়া, আজাদ হোসেন মোল্লা, মো: মোস্তফা কামাল, নাজমা খাতুন, শাজেদা বেগম জেসমিন আক্তার, রনি বেগম, ও যুথী রানী শিক্ষক / শিক্ষিকাগণ আশা প্রকাশ করেন এবছর গত বছরের চেয়ে অধিক সংখ্যক ছাত্র-ছাত্রী দৈনিক ইনতিজার শিশু বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করবেন।


















