ঢাকাশনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ই-পেপার
  4. ইউনিকোড কনভাটার
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. ইনতিজার শিশুবৃত্তি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. দেশজুরে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রযুক্তি
  15. ফিচার

কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
intizarbd
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৮:৩১ অপরাহ্ণ

সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইল জেলার কালিহাতী থানা কর্তৃক আয়োজিত শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় কালিহাতী থানা প্রাঙ্গণে অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পিপিএম সেবা (প্রশাসন ও অর্থ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার কালিহাতী সার্কেল (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আব্দুল্লাহ আল ইমরান, কালিহাতী আর্মি ক্যাম্প কমেন্ডার মো: ইশতিয়াক হোসেন নাসিফ, কালিহাতী উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সম্মানিত আহ্বায়ক প্রদীপ ব্যানার্জি নিরু ও সদস্য সচিব প্রবাল ভট্টাচার্য মানিক। এছাড়াও উপজেলার ১৬৭টি পূজা মণ্ডপের সভাপতি-সচিব, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে আইনশৃঙ্খলা রক্ষার গুরুত্বের ওপর বিশেষভাবে আলোকপাত করেন। তারা বলেন, পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, ডিজে গান ও মাদক বর্জনসহ নানাবিধ উদ্যোগ গ্রহণ করতে হবে। পাশাপাশি পূজার সময় কোনো ধরনের অরাজকতা, বিশৃঙ্খলা বা উস্কানিমূলক কার্যকলাপ যাতে না ঘটে, সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রদান করা হয়। এছাড়াও বক্তারা পূজামণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সকল সম্প্রদায়ের মিলিত অংশগ্রহণে উৎসবকে সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন। তারা সবাইকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় রেখে কাজ করার আহ্বান জানান। সর্বশেষে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি এবং সকলের আন্তরিক সহযোগিতায় কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে।

সর্বশেষ - নারী ও শিশু