ঢাকাশনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ই-পেপার
  4. ইউনিকোড কনভাটার
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. ইনতিজার শিশুবৃত্তি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. দেশজুরে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রযুক্তি
  15. ফিচার

মধুপুরে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সম্মেলন

প্রতিবেদক
intizarbd
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৮:৩৭ অপরাহ্ণ

রাজকুমার ঘোষ
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় অনুষ্ঠিত হলো ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ) মধুপুর উপজেলা শাখার বার্ষিক সম্মেলন ও নির্বাচন-২০২৫। অরণখোলা ইউনিয়নের জলছত্র শান্তি নিকেতনে অনুষ্ঠিত এ সম্মেলনে দেশজুড়ে বিভিন্ন শাখা থেকে শতাধিক প্রতিনিধি ও স্থানীয় জনগোষ্ঠী অংশগ্রহণ করেন। আদিবাসী জনগোষ্ঠীর সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করে আসা এই সংগঠনের সম্মেলনকে ঘিরে জলছত্র শান্তি নিকেতন পরিণত হয়েছিল উৎসবমুখর মিলনমেলায়।সম্মেলনের সভাপতিত্ব করেন সংগঠনের প্রবীণ নেতা উইলিয়াম দাজেল। সঞ্চালনায় ছিলেন মধুপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্যামল মানখিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টিডব্লিউএ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান, গবেষক, লেখক এবং স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত (২০২৪) অরণ্য ই চিরান। তিনি বলেন “আদিবাসী জনগোষ্ঠীকে বঞ্চনার শৃঙ্খল ভেঙে এগিয়ে নিতে হলে ঐক্যই প্রধান শক্তি। শিক্ষা ও সংস্কৃতির সমন্বয় ঘটিয়েই আমরা টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারি।”প্রধান বক্তা টিডব্লিউএ কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল যোহন সাংমা তাঁর বক্তব্যে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া বক্তব্য রাখে সাবেক জেলা জজ ও টিডব্লিউএ কেন্দ্রীয় উপদেষ্টা জগদীশ চন্দ্র বর্মন মীরপুর শাখার সভাপতি হিলারুশ নকরেক ফুলবাড়িয়া উপজেলা শাখার সভাপতি প্রত্যুশ মারাক শোলাকুড়ী ডিগ্রী কলেজের অধ্যাপক রিচার্ড বিপ্লব সিমসাং জয়েনশাহী আদিবাসী ইদিলপুর শাখার সভাপতি উৎপল রেমা মধুপুর উপজেলা বাগাছাসের সাধারণ সম্পাদক বিপ্লব রেমা প্রমুখ। বক্তারা ভূমি রক্ষা, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, মাতৃভাষায় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠার দাবি জানান। দিনব্যাপী আলোচনা ও মতবিনিময়ের পর কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়। এতে উৎপল রেমা সভাপতি এবং শ্যামল মানকিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নতুন নেতৃত্বের হাতে টিডব্লিউএ মধুপুর শাখা আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্মেলন শুধু নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং এটি হয়ে ওঠে সাংস্কৃতিক মিলনমেলা ও সামাজিক অঙ্গীকারের কেন্দ্রবিন্দু। স্থানীয়রা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে ঐক্য, ঐতিহ্য ও সাংস্কৃতিক চেতনা ছড়িয়ে দেওয়া সম্ভব। মধুপুর, ঘাটাইল, ফুলপুর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত আদিবাসী নেতারা একে অপরের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান। পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়ন কর্মকাণ্ডে যৌথ পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্মেলনে অংশ নেওয়া স্থানীয়রা আশা প্রকাশ করেন যে, নতুন নেতৃত্বের অধীনে সংগঠনটি শিক্ষা বিস্তার, বেকার যুবকদের কর্মসংস্থান, ভূমি সুরক্ষা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও জোরদার করবে।
অরণখোলা এলাকার প্রবীণ নেতা বলেন
“আমরা চাই, আমাদের ছেলে-মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে, কিন্তু তারা যেন নিজেদের শেকড় ও সংস্কৃতিকে ভুলে না যায়। টিডব্লিউএ এই সেতুবন্ধন গড়ে তুলতে সক্ষম।” মধুপুরের জলছত্র শান্তি নিকেতনে অনুষ্ঠিত এই সম্মেলন শুধু নেতৃত্ব পরিবর্তনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; এটি আদিবাসী সমাজের শক্তি, ঐক্য ও সাংস্কৃতিক গৌরবের প্রতীক হয়ে উঠেছে। নতুন সভাপতি উৎপল রেমা ও সাধারণ সম্পাদক শ্যামল মানখিনের নেতৃত্বে সংগঠনটি আগামী দিনে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা সকলের।

সর্বশেষ - নারী ও শিশু

আপনার জন্য নির্বাচিত

ভোট গণনায় কারচুপি হতে পারে, শঙ্কা আবু বাকেরের

জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান ও বাস্তবায়ন-সহ ৬ দফা দাবীতে ঢাকায় খেলাফত মজলিসের গণমিছিল

বরিশাল বিভাগের ২১ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীর নাম ঘোষণা

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর আত্মহত্যা করেছেন অর্ধশত ইসরায়েলি সেনা

গোপালপুরে বিএনপি নেতা খন্দকার আব্দুল মান্নানের ৩১ তম মৃত্যু বার্ষিকী পালিত

ঘাটাইলে সিডিপির আয়োজনে একটি অনুপ্রেরণামূলক ও সৃজনশীল “আইডিয়া ফেয়ার ২০২৫”

টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে নবীনবরণ ৩রা সেপ্টেম্বর

ফোন থেকে অ্যাপ পুরোপুরি মুছবেন যেভাবে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭৫ রানেই অলআউট বাংলাদেশের যুবারা