ঢাকামঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ই-পেপার
  4. ইউনিকোড কনভাটার
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. ইনতিজার শিশুবৃত্তি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. দেশজুরে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রযুক্তি
  15. ফিচার

ইনতিজার শিশুবৃত্তি পরীক্ষা-২০২৫ এর আবেদন ফরম গ্রহণ করছেন মৌ: মো: সামসউদ্দীন খান

প্রতিবেদক
intizarbd
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ১২:২১ পূর্বাহ্ণ

ডি. কে. আহম্মেদ :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আগ-চিনামুড়া  (দহের পার) গ্রামে সুন্দর ও মনোমুগ্ধকর  পরিবেশে গড়ে ওঠেছে মৌ: মো: সমাস উদ্দীন খান নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা। ২১ সেপ্টেম্বর (রবিবার)  সকাল ৮.০০ টায় ইনতিজার শিশু বৃত্তি পরীক্ষা-২০২৫ এর আবেদন ফরম নিয়ে অত্র মাদ্রাসার অফিস কক্ষে উপস্থিত হই। মাদ্রাসার শিক্ষক মন্ডলী জানান ২০০৭ সালে মাদ্রাসা স্থাপিত হওয়ার পর থেকে  বিগত বছর গুলোতে বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে স্বর্ণ পদক সহ অনেক পুরস্কারে ভূষিত হয়েছে এবং এবছর দৈনিক ইনতিজার শিশু বৃত্তি পরীক্ষা-২০২৫ শে অংশ গ্রহণ করবেন সে জন্য অর্ধশতাধিক ফরম গ্রহণ করেন। এ-সময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা ফখরুদ্দিন, প্রধান শিক্ষক হাবিব খন্দকার (বি.কম), সহকারী প্রধান শিক্ষক হাফেজ মো: হামিদুল ইসলাম, সহকারী শিক্ষক ক্বারি মো: ফরিদুল ইসলাম ও হাফেজ মো: জাকির হোসেন প্রমূখ।

সর্বশেষ - নারী ও শিশু