মোর্শেদ খান, সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখিপুর উপজেলার বিভিন্ন এলাকায় ১০ জন খেপা শিয়ালের কামোরে আক্রান্ত হয়ে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন। সোমবার (২২ শে সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা. আবু বক্কর সিদ্দিকী ও S.A.C.M.O আঃ মালেক সিদ্দিকী জানায় শিয়ালের কামড়ে আক্রান্ত হয়ে উপজেলার আড়াই পাড়ার গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে মমিনুল ইসলাম( ২৯) , মেহেদী হাসানের ছেলে মেরাজ( ৩০) ও উপজেলার কচুয়া গ্রামের তারা হোসেন তালুকদারের মেয়ে সাহিদা (৪০) চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন গ্রহণ করে এবং তাদের মাধ্যমে জানা যায় আরো ৭ জন চিকিৎসার জন্য হসপিটালে উদ্দেশ্যে রওনা হয়েছে বাকি সাতজন আড়াই পাড়া গ্রামের।
কর্তব্যরত ডাক্তার আবু বক্কর সিদ্দিকী জানায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কোন ভ্যাকসিন নেই এরকম রোগী আসতে থাকলে উপজেলায় ভ্যাকসিনের সংকট দেখা দিবে।


















