ঢাকারবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ই-পেপার
  4. ইউনিকোড কনভাটার
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. ইনতিজার শিশুবৃত্তি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. দেশজুরে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রযুক্তি
  15. ফিচার

বাবাকে ৩৭ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

প্রতিবেদক
intizarbd
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৭:৩০ অপরাহ্ণ

এম মুহাম্মাদ নাজমুল হক : 

টাঙ্গাইলের ঘাটাইলে দাফনের ৩৭ দিন পর কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। ঘাটাইল উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার ( ভূমি ) জাহিদুর রহমানের উপস্থিতিতে শনিবার (২৭ সেপ্টেম্বর) এই লাশ উত্তোলন করা হয়। এ সময় লাশ দেখার জন্য শত শত উৎসুক জনতা কবরস্থানে ভিড় করেন।

অভিযোগ রয়েছে, গত (২২ আগস্ট) জিসান খান (২৫) নামের কলেজ পড়ুয়া ছেলের হাতে খুন হন রাশিদুল খান সুমন (৪৫)। নিহত সুমন উপজেলার চকপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ধলাপাড়া ইউনিয়ন বাজারে ড্রাগস এন্ড ক্যামিস্ট সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। পারিবারিক কলহের জের ধরে ছেলে জামিল খান তাকে অতিরিক্ত ঘুমের ঔষধ খাইয়ে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ওই রাতেই ঘাটাইল থানায় মামলা করেন সুমনের বাবা বীর মুক্তিযোদ্ধা নুরুল হক খান (৮২)।

পুলিশ এবং পরিবার সূত্রে জানা যায়, বাবা-মায়ের বিচ্ছেদ কোনোভাবেই মানতে পারছিলেন না কলেজ পড়ুয়া শিক্ষার্থী জিসান খান। অনেক চেষ্টা করেও বাবা-মাকে মিলাতে পারেননি। এতে অবনতি হয় বাবা ও ছেলের সম্পর্কের। পরে বাবাকে হত্যার পরিকল্পনা করেন জিসান। ২০টি ঘুমের ওষুধ খাইয়ে বাবা রাশিদুল খান সুমনের (৪৫) মৃত্যু নিশ্চিত করেন কলেজ পড়ুয়া ছেলে জিসান। পুলিশের জিজ্ঞাসাবাদে এমন স্বীকারোক্তিই দিয়েছেন তিনি। এ ঘটনার পর ছেলে জিসান খান (২৫) বর্তমানে কারাগারে রয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল ) ফৌজিয়া হাবিব খান বলেন, আপনারাতো ঘটনাটি জানেন। এটা একটা মার্ডার মামলা। তার ছেলে স্বীকার করেছে । এটা একটা আইনগত প্রক্রিয়া। থানা পুলিশের আবেদনের প্রেক্ষিতে কোর্টের মাধ্যমে অনুমতি নিয়ে লাশ উত্তোলন করা হয় ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হবে।

সর্বশেষ - নারী ও শিশু