ঢাকাসোমবার , ১৩ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ই-পেপার
  4. ইউনিকোড কনভাটার
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. ইনতিজার শিশুবৃত্তি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. দেশজুরে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রযুক্তি
  15. ফিচার

আমার মাটি আমার মা, ময়মনসিংহে যাবোনা’

প্রতিবেদক
intizarbd
অক্টোবর ১৩, ২০২৫ ৭:৩০ অপরাহ্ণ

টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে নেওয়ার প্রস্তাবের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

বিভাস কৃষ্ণ চৌধুরী ,টাঙ্গাইল প্রতিনিধিঃ

‘আমার মাটি আমার মা, ময়মনসিংহে যাবোনা’, ‘চাই চাই বিভাগ চাই, টাঙ্গাইলে বিভাগ চাই’, ‘আমাদের দাবি একটাই, টাঙ্গাইলে বিভাগ চাই’ ইত্যাদি নানা স্লোগানে স্লোগানে কেঁপে ওঠে যমুনাসেতুর পূর্বপ্রান্তের গোলচত্তর। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টা থেকে   

টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে অর্ন্তভুক্ত করার প্রস্তাবনার প্রতিবাদে স্থানীয় ছাত্র-জনতা অবস্থান নিয়ে ওই বিক্ষোভ কর্মসূচি পালন করে। এদিন সকাল সাড়ে ১১টায় তারা যমুনাসেতুর পূর্বপ্রান্তের গোলচত্তরে অবস্থান নিয়ে যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের দুইপ্রান্তে যানচলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় যমুনাসেতুর টোলপ্লাজার টোল আদায়ও। ফলে চরম ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। যমুনাসেতুর পূর্বপ্রান্তের গোলচত্বর এলাকায় সোমবার সকাল থেকে ছাত্র-জনতা জড়ো হতে থাকে। বেলা সাড়ে ১১ টার দিকে তারা মহাসড়কে বিক্ষোভ শুরু করে। বেলা সাড়ে ১১টায় মহাসড়ক অবরোধ করে টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগেই রাখার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও যানবাহনের চালকরা। মহাসড়ক অবরোধকারীরা জানায়, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া নতুন ম্যাপও দেয়া হয়েছে ওয়েবসাইটে। কোনভাবেই টাঙ্গাইল জেলাকে ভাগ করা যাবে না, ময়মনসিংহ বিভাগে যুক্ত করা যাবেনা। ঢাকা বিভাগেই রাখতে হবে- না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয়। এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রশাসনের আশ্বাসে বেলা সাড়ে ১২ টায় তারা অবরোধ তুলে নেয়। আন্দোলনকারী আকবর ও রাশেদ মিয়া জানান, টাঙ্গাইল নিয়ে টানাহেঁচড়া চলবে না। টাঙ্গাইল ঢাকা বিভাগে না থাকলে টাঙ্গাইলকে বিভাগ ঘোষণা করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নিয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাইরুল ইসলাম জানান, আন্দোলনকারীদের সঙ্গে কথা হয়েছে। পরে তারা আন্দোলন প্রতাহার করে মহাসড়ক ছেড়ে দেয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা ও চট্টগ্রামকে ভেঙে নতুন দুটি বিভাগ গঠনের উদ্যোগ নেয় বিগত সরকার। বর্তমান অন্তর্র্বতী সরকারও বিষয়টি নিয়ে আলোচনা করছে। ১১ অক্টোবর জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশেও নতুন বিভাগ গঠনের সুপারিশ করা হয়েছে। সেখানে কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলাকে ময়মনসিংহ বিভাগে যুক্ত করার প্রস্তাব রাখা হয়। এর পরিপ্রেক্ষিতে সোমবার যমুনাসেতুর পূর্বপ্রান্তের গোলচত্বর এলাকায় স্থানীয় কয়েক হাজার ছাত্র-জনতা অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে। প্রকাশ, ২০১৪ সালের, ১৫ সেপ্টেম্বর মাসে ময়মনসিংহকে দেশের অষ্টম বিভাগ হিসেবে ঘোষণা করা হয়। তখন টাঙ্গাইলকে এই বিভাগে যুক্ত করার কথা ছিল। জেলাবাসীর আন্দোলন ও ২৫ লাখের বেশি গণসাক্ষর দেওয়ার পরে টাঙ্গাইলকে ঢাকা বিভাগেই রাখা হয়।

সর্বশেষ - নারী ও শিশু

আপনার জন্য নির্বাচিত

মেলান্দহে খাদ্য-পুষ্টি নিরাপত্ত্বা শীর্ষক কর্মশালা

টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে বিভিন্ন স্কুল কলেজ ও  শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে গাছের চারা বিতরণ

পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে আফরান নিশোর

কালিহাতীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন- ২০২৫এর শুভ উদ্বোধন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্যশিক্ষার্থীদের রেল অবরোধ

ফুলের টব দিয়ে যানজট নিরসনের ব্যবস্থা করেছে মাভাবিপ্রবি ছাত্রদল

টাঙ্গাইলে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা

ত্বকের ক্যানসারের লক্ষণ কী, কারণ ও প্রতিরোধের উপায়

বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান অর্জনের নয়, জ্ঞান বিতরণেরও স্থান-ইউজিসি চেয়ারম্যান