বিভাস কৃষ্ণ চৌধুরী:
“হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে ধারণ করে বুধবার (১৫ অক্টোবর) সারাদেশের মতো টাঙ্গাইলেও ‘বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, টাঙ্গাইলের যৌথ আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটির তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা প্রশাসক শরীফা হক। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আমন্ত্রিত ব্যক্তবর্গ, ও দৃষ্টি প্রতিবন্ধি জনগন উপস্থিত ছিলেন। আলোচনা সভার বক্তারা বলেন, বিশ্বজুড়ে সংক্রামক রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরতে ২০০৮ সাল থেকে এই দিবসটি উদযাপিত হচ্ছে। হাত ধোয়ার মাধ্যমে ৫০% অসুখ প্রতিরোধ করা যেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুযায়ী, নিয়মিত হাত ধোয়া ডায়রিয়াজনিত রোগ ৪০% পর্যন্ত এবং শ্বাসকষ্টজনিত রোগ ২০% পর্যন্ত কমাতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠানে এই অভ্যাস গড়ে তুললে শিক্ষার্থীদের স্কুলে অনুপস্থিতি ৫৭% পর্যন্ত হ্রাস করা যায়।


















