ঢাকারবিবার , ২০ জুলাই ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. দেশজুরে
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. শিক্ষা

বাসাইলে ‘নিষিদ্ধ’ আ.লীগের  নেতা গ্রেফতার

প্রতিবেদক
ইন. ডেস্ক
জুলাই ২০, ২০২৫ ৪:৫৩ অপরাহ্ণ

মোঃমিলন ইসলাম বাসাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে ডেভিল হান্ট অপারেশনে আনোয়ার হোসেন ওরফে জমির নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২০জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রবিবার  (২০জুলাই) রাত ১:৩০ মিনিট এর দিকে বাসাইল থানা ও সখিপুর থানা পুলিশের সমন্বয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত  আনোয়ার হোসেন ওরফে জমির বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ঢংপাড়া মাঝি পাড়া এলাকার মৃত আছির উদ্দিনের  ছেলে। তিনি বাসাইল
কাঞ্চনপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড  আওয়ামী লীগের সভাপতি । জানা গেছে, বাসাইল থানা ও সখিপুর থানা পুলিশের সমন্বয়ে বাসাইলের ঢংপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আনোয়ার হোসেন ওরফে জমিরকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। গত ২৭ আগস্ট সখিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভে হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে রবিবার  দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, সখিপুর থানা পুলিশের সমন্বয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে ওই থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত