রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে নিহত সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মান্নান তালুকদার ও জুলাই বিপ্লবে নিহত সকল শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির আয়োজনে চান্দাইকোনা বাসস্ট্যান্ড চত্বরে দোয়া আলোচনা সভায় সভাপতিত্ব করেন চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মোমিন সরকার। চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু শামার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি আয়নুল হক। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল বারী তালুকদার সাবেক উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম জাহাঙ্গীর, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শামসুল হক খান, সাবেক সহ-সভাপতি খায়রুল ইসলাম ভূঁইয়া, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খোকন, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, সাংগঠনিক সম্পাদক সিপার আল হাসান, উপজেলা কৃষক দলের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোকাদ্দেস হোসাইন সোহান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল্লাহ ইবনে সাঈদ সজল সহ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মী বৃন্দ। আলোচনা সভা শেষে নিহত সংসদ সদস্য মরহুম আব্দুল মান্নান তালুকদার ও জুলাই বিপ্লবে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।