ঢাকারবিবার , ২০ জুলাই ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. দেশজুরে
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. শিক্ষা

রায়গঞ্জে টানা বৃষ্টিতে আবাদী জমিতে জলাবদ্ধতা, রোপা আমন চাষ নিয়ে শংকায় কৃষক 

প্রতিবেদক
ইন. ডেস্ক
জুলাই ২০, ২০২৫ ৮:৩৬ অপরাহ্ণ

 রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নে টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে দেখা দিয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। ইউনিয়নের চান্দের পাইকড়া, বিনোদ বাড়ি, দোস্ত পাড়া,বাকাই , বন্দিহার ও ফরিদপুর গ্রামের শত শত বিঘা আবাদি জমি এখন পানির নিচে। এতে রোপা আমন চাষাবাদে চরম বিপর্যয়ের মুখে পড়েছেন এসব এলাকার কৃষক। স্থানীয় কৃষকদের আশঙ্কা, সময়মতো পানি অপসারণ না হলে ধান, পাটসহ মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি হবে। অনেক জমির চারা ইতোমধ্যেই নষ্ট হয়ে গেছে। কৃষক আবুল হোসেন বলেন, “আমার তিন বিঘা জমিতে ধান রোপণ করেছিলাম। সব এখন পানির নিচে। পানি নামার ব্যবস্থা নেই, ড্রেজিংও হয় না।” এ অবস্থার জন্য এলাকাবাসী দায়ী করছেন অপরিকল্পিত পুকুর খনন এবং সুষ্ঠু পানি নিষ্কাশনের অভাবকে। তারা জানান, ব্যক্তি উদ্যোগে যেখানে-সেখানে পুকুর খননের ফলে প্রাকৃতিক খাল ও জলাধারগুলো কার্যত অকার্যকর হয়ে পড়েছে। এতে ভারী বৃষ্টির পানি জমে থেকে সৃষ্টি হচ্ছে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। বিনোদ বাড়ী গ্রামের বাসিন্দা রহিচ উদ্দিন বলেন, “পুকুর খুঁড়ে রাস্তার পাশে বাঁধ দিয়েছে। পানি বের হবার কোনো জায়গা নেই।” আরেক কৃষক আব্দুল মালেক জানান, “ছোট খাঁড়ি একসময় খনন করা হলেও এখন তা কচুরিপানা ও পাড়ের ধসে সংকুচিত হয়ে গেছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় তা দিয়ে পানি বের হচ্ছে না।” এ বিষয়ে ধামাইনগর ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম  বলেন, “অবৈধ পুকুর খননের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি কৃষি জমিতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হচ্ছে।” ভুক্তভোগী কৃষক ও স্থানীয় বাসিন্দারা দ্রুত পানি অপসারণের ব্যবস্থা এবং ভবিষ্যতে এ ধরনের অপরিকল্পিত পুকুর খননের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

শেষ পর্যন্ত ইসলামী দল গুলোর ঐক্য টিকবে তো!

জামালপুরে ৫০ জন দরিদ্রপ্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ

মাভাবিপ্রবিতে বায়োটেক সিনিয়র-জুনিয়রদের মিলনমেলা

অতি ভারী বৃষ্টির আভাস ঢাকাসহ ৪ বিভাগে

সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনে দেয়াল ঘড়ি প্রতীকে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা

বগুড়ায় আলোচিত শশুর ও পুত্রবধূ হত্যা মামলার মূল আসামী গ্রেফতার

১২ জুলাই গোলটেবিল বৈঠক ও ৫ আগষ্ট দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

ভাসানী বিশ্ববিদ্যালয় থেকে টাঙ্গাইলে ২৪-এর গণ-অভ্যুত্থানের সূচনা

রায়গঞ্জে টানা বৃষ্টিতে আবাদী জমিতে জলাবদ্ধতা, রোপা আমন চাষ নিয়ে শংকায় কৃষক 

মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার আহ্বান প্রধান উপদেষ্টার