মো:স্বাধীন খান বগুড়া প্রতিনিধি:
মো:স্বাধীন খান বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের লাক্ষীমন্ডপ গ্রামে শশুর ও পুত্রবধূকে শ্বাসরোধ করে হত্যার চাঞ্চল্যকর মামলার তদন্তে অগ্রগতি এসেছে। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ (র্যাব-১২), ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি), বগুড়ার একটি চৌকস আভিযানিক দল আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মোঃ জিয়ারুল মোল্লা (৩৫)-কে গ্রেফতার করেছে।
র্যাব সূত্রে জানা যায়, গত ৮ জুলাই রাত ১০টা হতে ৯ জুলাই ভোর ৪টার মধ্যে, অজ্ঞাত দুর্বৃত্তরা ভিকটিম রিভা (৩৫) ও তার শশুর আফতাব উদ্দিন (৭০)-কে নিজ বাড়িতে রশি দিয়ে হাত, পা ও মুখ বেঁধে শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় নিহত রিভার মেয়ে বাদী হয়ে ১০ জুলাই দুপচাঁচিয়া থানায় অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০৮, ধারা ৩৯৪/৩০২/৩৪ দঃবিঃ)।
মামলার তদন্তে র্যাব-১২ গোয়েন্দা তৎপরতা জোরদার করে এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মামলার সন্দেহভাজন আসামি মোঃ জিয়ারুল মোল্লা বগুড়া জেলার শিবগঞ্জ থানার মহাস্থানগড় দক্ষিণপাড়া এলাকায় অবস্থান করছে। র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় ১৮ জুলাই রাত ৭টা ৩০ মিনিটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ জিয়ারুল মোল্লা, পিতা মৃত রহেদ, মাতা মৃত জোসনা বেগম, সাং-বড়ভাদাহার, থানা-কাহালু, জেলা-বগুড়া; তার বিরুদ্ধে চুরি, ডাকাতি ও দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, দেশের মানুষের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, অপহরণ ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।