টাঙ্গাইল প্রতিনিধি: সরকারের নির্লিপ্ততা আইনশৃঙ্খলার অবনতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা শ্রমিকদল। সোমবার (২১জুলাই) দুপুরে টাঙ্গাইল জেলা শ্রমিকদলের উদ্যোগে বিভিন্ন উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল এসে নিরালা মোড় শহীদ মিনারে এসে সমবেত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা। এসময় জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও শ্রমিকদলের সাধারন সম্পাদক একেএম মনিরুল হক মনির এর সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, জেলা শ্রমিকদল নেতা দেলোয়ার হোসেন, জয়নাল আবেদীন, আঃ হালিম, আমিনুল ইসলাম সুমন, বুলবুল আহমেদ, আমিনুল ইসলাম, চান মিয়াসহ শ্রমিক দলের অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্টান্ডে গিয়ে শেষ হয়।