ঢাকাসোমবার , ২১ জুলাই ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. দেশজুরে
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. শিক্ষা

রায়গঞ্জে আগাম জাতের আমন ধান চাষের প্রস্তুতি নিচ্ছে কৃষক

প্রতিবেদক
ইন. ডেস্ক
জুলাই ২১, ২০২৫ ১০:২৫ অপরাহ্ণ

শামীম উদ্দিন খান চলনবিল প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে আগাম জাতের আমন  ধান চাষের প্রস্তুতি চলছে কৃষকদের। ইরি বোর মৌসুমে ধানের ফলন ভালো হওয়ায় এবং বাজারে দাম ভালো  পাওয়ায় কৃষক আগাম জাতের আমন উপসি জাতের  ধান চাষের প্রস্তুতি নিচ্ছে মাঠে মাঠে। খোঁজ নিয়ে জানা যায় উপজেলার নয়টি ইউনিয়নের আগাম জাতের আমন ধান চাষের জন্য প্রস্তুতি  নিচ্ছে কৃষকরা । কেউ জমির আইল ছাঁটছেন, কেউ বা আগাছা পরিষ্কার করছেন, আবার কেউ হাল চাষ করে জমি গুলো পচনের জন্য  (গ্রামের ভাষায়) জাবারে   রাখছেন। চান্দাইকোনা ইউনিয়ননর বল্লাভেঙ্গুর গ্রামের কৃষক শহীদুল ইসলাম জানান  এক সপ্তার মধ্যেই আমরা আগাম জাতের ধানের চারা রোপন শুরু  করবো। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে জানা যায় এবছরের গুরুত্বপূর্ণ জাত গুলোর মধ্যে স্থান পেয়েছে ব্রি ধান ৪৯ ব্রি ধান ৫১ব্রি ধান ৭৪, ৭৫, ব্রি ধান ৮৯, ৯১, ৯২ ব্রি ধান ১০১ উল্লেখযোগ্য। কৃষকদের সাথে  কথা বলে জানা যায় রবি শষ্যের চিন্তা মাথা রেখে এসব আগান জাতের ধান চাষ শুরু করেছেন তারা। আগাম জাতের ধান কাটার পর রবি শষ্য হিসাবে বিভিন্ন সবজি যেমন ফুলকপি, বাধাকপি, টমেটো,   সরিষা, আলু  অতিরক্ত ফসল হিসাবে ঘরে তোলা যায়। অতিরিক্ত এ সকল ফসল ঘরে তুলে ইরি বোর মৌসুমের ধান খুব সহজেই চাষ করা যায়। তাই এখন থেকে আমরা আগাম জাতের ধান চাষ করতে আগ্রহী হয়ে উঠেছি।আগাম জাতের ধান চাষের বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন এ বছরে প্রায় ১২ হাজার হেক্টর জমিতে আগাম জাতের আমন চাষ হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত