ঢাকাবৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. দেশজুরে
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. শিক্ষা

টাঙ্গাইলে নতুন বাস স্ট্যান্ডে যানজট ও নিরাসনের সম্ভাব্য উপায়

প্রতিবেদক
intizarbd
জুলাই ৩, ২০২৫ ৭:২২ পূর্বাহ্ণ

সৈয়দ মহসীন হাবীব সবুজ প্রতিনিধি:

টাঙ্গাইলের নতুন বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে চলমান যানজট এখন সাধারণ মানুষের ভোগান্তির বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন যানজটে আটকে পড়ছে শত শত যানবাহন, বিলম্বিত হচ্ছে শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের যাতায়াত, বাধাগ্রস্ত হচ্ছে রোগী পরিবহন এবং পণ্য পরিবহনের স্বাভাবিক গতি। এর ফলে ব্যক্তি ও জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে।

সরোজমীনে দেখা যায়, নতুন বাসস্ট্যান্ডের মূল সড়কটি উত্তর-দক্ষিণমুখী। রাস্তার পশ্চিম পাশে সরকার ঘোষিত বাসস্ট্যান্ড থাকলেও, পূর্ব পাশে নিরালা সুপার, সার্বিক, সকাল-সন্ধ্যা, প্রান্তিক সুপারসহ বিভিন্ন পরিবহনের বাসগুলো যত্রতত্র পার্কিং এবং যাত্রা শুরু করে। এতে বাসগুলো ঘোরানোর সময় পূর্ব-পশ্চিমে সড়ক / পুরো রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। বিশেষ করে অটোরিকশা, সিএনজি ও ছোট যানবাহনের তীব্র যানজট সৃষ্টি হয়।

এ অবস্থায় যানজট নিরসনে টাঙ্গাইলবাসীর পক্ষে দৈনিক ইনতিজার কয়েকটি বাস্তবসম্মত প্রস্তাব তুলে ধরলেন:

১) পূর্ব পাশে রাখা পরিবহনগুলো পশ্চিম পাশে সরকার ঘোষিত বাসস্ট্যান্ডে স্থানান্তর করা।
২) পশ্চিম পাশে পর্যাপ্ত জায়গা না থাকলে শহরের বাইরে এলজিইডি মোড়, টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের উত্তরের বৈল্লা বা রাবনা বাইপাস এলাকায় পার্কিংয়ের ব্যবস্থা করা। এতে অন্তত ৫০ শতাংশ যানজট কমবে।
৩) বাসস্ট্যান্ডের উত্তর পাশে থাকা অটোরিকশাগুলো শহরে প্রবেশের জন্য এলজিইডি মোড় ব্যবহার করবে।
৪) দক্ষিণ পাশে সোনিয়া ক্লিনিকের পাশে থাকা অটোরিকশাগুলো নির্দিষ্ট স্থানে ঘুরিয়ে শহরের দিকে পাঠানোর ব্যবস্থা করা। মিল্কভিটা থেকে সোনিয়া ক্লিনিক পর্যন্ত রাস্তার অংশে অটোরিকশা বা সিএনজি চলাচল নিষিদ্ধ করা।
৫) বাসস্ট্যান্ডের ভেতর যত্রতত্র গাড়ি রেখে রাস্তা দখলের প্রবণতা বন্ধ করতে হবে। সকল গাড়ি সুশৃঙ্খলভাবে নির্ধারিত পার্কিং স্থানে রাখতে হবে, যাতে মূল সড়কে যানবাহনের স্বাভাবিক গতি ব্যাহত না হয়।

সচেতন নাগরিকরা বলছেন, যানজটের কারণে প্রতিদিনই কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, জ্বালানির অপচয় বাড়ছে, পরিবেশ দূষণ হচ্ছে এবং সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

এ অবস্থায় টাঙ্গাইলবাসী সম্মানিত জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছে। জনস্বার্থে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নতুন বাসস্ট্যান্ড এলাকাকে যানজটমুক্ত করার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের উদ্যোগ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে টাঙ্গাইল শহরের প্রবেশমুখের দীর্ঘদিনের এ সমস্যা সমাধানের আশাবাদ ব্যক্ত করেছেন সচেতন মহল

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

রায়গঞ্জে সাবেক এমপি ও জুলাই বিপ্লবে সকল শহীদদের স্বরণে দোয়া ও স্বরণসভা

বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি বেড়েছে ২৬ শতাংশ, দক্ষিণ এশিয়ায় শীর্ষে

১২ জুলাই গোলটেবিল বৈঠক ও ৫ আগষ্ট দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

রায়গঞ্জে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার মত বিনিময় সভা

টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার বর্ণি গ্রামে ১৩ বছরের নাবালিকা ধর্ষিত, ধর্ষক জামিনে মুক্ত!

রায়গঞ্জে ইউনিসেফ ও ভাইটাল স্ট্র্যাটেজিস প্রতিনিধিদলের ধামাইনগর ইউপি পরিদর্শন

তারেক রহমান কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভূঞাপুরে যুবদলের বিক্ষোভ

বাসাইলে ‘নিষিদ্ধ’ আ.লীগের  নেতা গ্রেফতার

টাঙ্গাইলে শহীদদের স্মরণে কৃষকদলের বৃক্ষ রোপন

বাঘায় উদ্দীপনের দুঃস্থ শিক্ষার্থীদের উপবৃত্তি ওশিক্ষা সচেতনতায় সেমিনার অনুষ্ঠিত