ঢাকাশুক্রবার , ৪ জুলাই ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইনতিজার শিশুবৃত্তি
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. দেশজুরে
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. শিক্ষা

দৈনিক ইনতিজার পত্রিকার বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত

প্রতিবেদক
intizarbd
জুলাই ৪, ২০২৫ ২:৫৬ অপরাহ্ণ

সৈয়দ মহসীন হাবীব সবুজ:

টাঙ্গাইলের সাংবাদিকতা অঙ্গনের মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান দৈনিক ইনতিজার পত্রিকার অভিষেক রূপান্তর অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) সকাল ৯টা ৩০ মিনিটে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য, দীর্ঘ ২৯ বছর সততা, নিষ্ঠা বস্তুনিষ্ঠতার সাথে সাপ্তাহিক হিসেবে প্রকাশিত হওয়ার পর, এখন থেকে দৈনিক হিসেবে ইনতিজারের যাত্রা শুরু হলো। অনুষ্ঠানে পত্রিকার সম্পাদক ও প্রকাশক, শিক্ষাবিদ এবং সম্মানিত সমাজসেবক অধ্যাপক এবিএম আব্দুল হাই মিঞার সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  লেখক, গবেষক ও সংগঠক শাহ সুফি ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল হান্নান আল হাদী। উদ্বোধকের দায়িত্ব পালন করেন টাঙ্গাইলের করোটিয়াস্থ  সরকারি সাদত কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ছায়ানীরের নির্বাহী পরিচালক অধ্যাপক মোঃ লুৎফর রহমান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচএসসি বোর্ড স্ট্যান্ড এএপি, টাঙ্গাইল জেলা জজ কোর্ট ও টাঙ্গাইল অ্যাডভোকেট বার সমিতির সম্মানিত সহ-সভাপতি এডভোকেট মোহাম্মদ মোবারক হোসেন, অধ্যাপক সৈয়দ আব্দুর রহমান,ফ্যাজেন্ট ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন, এক্স ক্যাডেট একাডেমির পরিচালক মোঃ আব্দুল হাফিজ খান, লেখক, সাহিত্যিক, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন মোহাম্মদ এনায়েত করীম ও সাংবাদিক সৈয়দ মহসীন হাবীব সবুজ।

বক্তারা বলেন, দৈনিক ইনতিজার শুধুমাত্র একটি পত্রিকা নয়, এটি দেশের উন্নয়ন, ন্যায়বিচার, শিক্ষার প্রসার এবং সত্যনির্ভর সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে দীর্ঘদিন কাজ করছে। ২৯ বছরের অভিজ্ঞতার আলোকে দৈনিক প্রকাশনার মধ্য দিয়ে এই পত্রিকা দেশের সংবাদমাধ্যমে আরও এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

বিশেষজ্ঞরা বলেন, দৈনিক ইনতিজারের এই রূপান্তর টাঙ্গাইলসহ দেশের সাংবাদিকতা পেশার জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। তারা আশা প্রকাশ করেন, পত্রিকাটি আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ, উন্নয়নমুখী প্রতিবেদন এবং সমাজ সচেতনতার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, দৈনিক ইনতিজার এখন থেকে জাতীয় পর্যায়ের পাঠকদের জন্য আরও দ্রুত, আরও নির্ভরযোগ্য এবং সময়োপযোগী সংবাদ পরিবেশন করবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বাঘায় উদ্দীপনের দুঃস্থ শিক্ষার্থীদের উপবৃত্তি ওশিক্ষা সচেতনতায় সেমিনার অনুষ্ঠিত

তারেক রহমান কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভূঞাপুরে যুবদলের বিক্ষোভ

বাসাইলে ‘নিষিদ্ধ’ আ.লীগের  নেতা গ্রেফতার

দৈনিক ইনতিজার পত্রিকার বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত

মুক্তির পর থেকেই বক্স অফিসে ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থের’ দাপট

৩২ বছর আগের তোরণ এখন মরণ ফাঁদ! জননিরাপত্তায় হুমকি

শেষ পর্যন্ত ইসলামী দল গুলোর ঐক্য টিকবে তো!

সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনে দেয়াল ঘড়ি প্রতীকে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা

কল এলে মোবাইলের ইন্টারনেট বন্ধ হয়, জানুন প্রতিকার

মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার আহ্বান প্রধান উপদেষ্টার