ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ই-পেপার
  4. ইউনিকোড কনভাটার
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. ইনতিজার শিশুবৃত্তি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. দেশজুরে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রযুক্তি
  15. ফিচার

অনিয়ম ও দূর্নীতির অভিযোগ নিয়েও স্বপদে বহাল হিসাব রক্ষক গোলাম মোস্তফা

প্রতিবেদক
ইন. ডেস্ক
আগস্ট ১৯, ২০২৫ ১১:৩৮ অপরাহ্ণ

টাঙ্গাইলের কালিহাতীতে এলেঙ্গা পৌরসভার হিসাব রক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ভূক্তভোগীরা অভিযোগ জানিয়েও কোন প্রতিকার পাননি। অভিযোগ নিয়েও স্বপদে বহাল রয়েছেন বলে জানান তারা।পৌরসভা সূত্রে জানা যায়, ২০১২ সালে আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার হাত ধরে মোটা অংকের উৎকোচ দিয়ে হিসাব রক্ষক পদে চাকুরী পান গোলাম মোস্তফা। তিনি এলেঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের ভাবলা গ্রামের কৃষক আবুল হোসেনের ছেলে। পৌরসভার কয়েকজন কর্মচারী জানান, হিসাব রক্ষক পদে মাত্র ১৫ হাজার টাকা বেতনে চাকুরী করেন গোলাম মোস্তফা। এর পর থেকেই তার ভাগ্য বদলাতে শুরু করে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাবস্থায় মোস্তফা বিভিন্ন অনিয়ম ও দূর্নীতিতে জড়িয়ে পড়েন। এর পর আর তাকে পেঁছন ফিরে তাকাতে হয়নি। এই চাকুরীর ক্ষমতা দিয়েই ক্রয় করেন এলেঙ্গা শহরের মশাজান এলাকায় ৩৫ লক্ষ টাকা মূল্যের জমি ক্রয় করেন। এখানেই থেমে থাকেননি ক্রয় করেছেন অর্ধকোটি টাকা মূল্যমানের দুই দুইটি ভেকু। যা অবৈধ বালুঘাটে ভাড়া দেওয়া হয় বলে জানা গেছে। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে পৌরসভার কর্মচারীদের সাথেও অসদ আচরণের অভিযোগ রয়েছে। স্থানীয় ও ভূক্তভোগীদের কাছ থেকে জানা যায়, বিগত দিনে এলেঙ্গা পৌরসভায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ’র (টিসিবি) কার্ড সংশোধনের নামে টাকা নেওয়ার অভিযোগ ওঠে এই হিসাব রক্ষকের বিরুদ্ধে। এ ঘটনা জানাজানি হওয়ায় স্থানীয় ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। তারা জানান, একজন কর্মচারীর অপকর্মের দায় পৌরসভা নেবে না। এ বিষয়ে পৌরসভার ২নং ওয়ার্ডের আবু হানিফ ও আজাহার আলী সচিব বরাবর মৌখিকভাবে অভিযোগ দেন। এ ঘটনার পর ভূক্তভোগীদের পক্ষে এক ব্যক্তি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এর নিকট অভিযোগ করেন। পরবর্তীতে ওই অভিযোগটি আমলে নিয়ে স্থানীয় সরকারের প্রধান বরাবর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি প্রেরণ করেন পৌর প্রশাসক। যা বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে এলেঙ্গা পৌরসভার প্রশাসক গোলাম মোস্তফাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছিলেন। ভূক্তভোগীদের দাবী, স্থানীয় ও কর্মকর্তাদের ম্যানেজ করে এখনও বীরদর্পে হিসাব রক্ষক পদে বহাল তবিয়তে রয়েছেন। এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিনু বলেন, এলেঙ্গা পৌরসভার হিসাব রক্ষক গোলাম মোস্তফার বিরুদ্ধে টিসিবি’র কার্ড বিতরণে অনিয়ম ও নাম সংশোধনের নামে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে হিসাব রক্ষক মোস্তফার বিরুদ্ধে। যা ইতিপূর্বে তিনি বিষটি স্বীকারও করেছেন। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নিকট অভিযোগ দেওয়া হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার জানান, আমি পৌরসভার নিয়মিত একজন ঠিকাদার। সম্প্রতি সময়ে আমার একটি কাজ সমাপ্ত করি। পরবর্তীতে হিসাব রক্ষক মোস্তফার নিকট বিলের চেকের জন্য গেলে টাকা দাবী করেন। টাকা না দেওয়ায় আমার বিল আটকিয়ে রেখেছেন। তিনি শুধু আমার কাছ থেকে নয় প্রত্যেকটি ঠিকাদারের কাছ থেকে বিল প্রদানের পূর্বে অতিরিক্ত টাকা নিয়ে থাকেন। এ বিষয়ে গোলাম মোস্তফা বলেন, আমার বিরুদ্ধে অযথা মিথ্যা ও হয়রানি মূলক অভিযোগ দেওয়া হয়েছিল। আমি কোন ধরণের অনিয়ম বা দূর্নিতির সাথে জড়িত নই। এলেঙ্গা পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, টিসিবির বিষয়ে একটি সুনির্দিষ্ট অভিযোগ দেওয়া হয়েছিল। সেটি পরবর্তীতে স্থানীয় সরকারের দায়িত্বরত কর্মরত কর্মকর্তাদের অবগত করা হয়েছে। বিষয়টি বর্তমানে কি অবস্থায় আছে তা আমি জানিনা। এছাড়াও ঠিকাদারদের যে বিষয়টি উঠে এসেছে তা আমি অবগত নই। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - দেশজুরে

আপনার জন্য নির্বাচিত

আধ্যাত্মিকতার আড়ালে গোপালপুরের জুগীর ঘোপায় জমজমাট মাদক বাণিজ্য

ফুলের টব দিয়ে যানজট নিরসনের ব্যবস্থা করেছে মাভাবিপ্রবি ছাত্রদল

বাঘায় অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে রাখা ২০০ ঘুঘু পাখি অবমুক্ত, দুই ব্যবসায়ীকে জরিমানা

১৭ নভেম্বর অবশ্যই হাসিনার রায় ঘোষণা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে সভাপতি রেজাউল, সম্পাদক শামসুল

সুরা আর-রহমান: সারকথা ও ফজিলত

৩৬ বছরের শিক্ষকতা শেষে সহকর্মী-শিক্ষার্থীদের ভালোবাসায় আপ্লুত স্বপন কুমার

যারা ফেব্রুয়ারিতে নির্বাচনকে ভণ্ডুল করতে চাচ্ছে, তারা দেশের অশুভ শক্তি: আযম খান

টাঙ্গাইলে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

মাভাবিপ্রবি’র ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত