ঢাকাবুধবার , ৬ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. ই-পেপার
  4. ইউনিকোড কনভাটার
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. ইনতিজার শিশুবৃত্তি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. দেশজুরে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রযুক্তি
  15. ফিচার

ভূঞাপুরে আব্দুল হাই মিঞার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রতিবেদক
ইন. ডেস্ক
আগস্ট ৬, ২০২৫ ৩:৩৪ অপরাহ্ণ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের সাবেক প্রধান শিক্ষক মরহুম আব্দুল হাই মিঞার ২২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগষ্ট) সকালে উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে গোবিন্দাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় মুক্তমঞ্চে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ বসাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ মাকসুদ জামিল মিন্টু। বক্তব্য রাখেন- মরহুম আব্দুল হাই মিঞার বড় ছেলে খালিদ সামস্ জাহাঙ্গীর, ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ খাইরুল মাস্টার, অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল আজিজ, আব্দুল লতিফ তালুকদার, গোবিন্দাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহ আলম সরকার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন- অত্র প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আল আমিন মন্ডল, বাবু সুবাস চন্দ্র পাল, মোঃ আকরাম হোসেন, ভূঞাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সম্পাদক মোঃ শিবলী সাদিক, গোবিন্দাসী ক্যাডেট স্কুলের পরিচালক সাংবাদিক কোরবান আলী তালুকদার, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ মাসুদ রানা, ছাত্রদলের সভাপতি মোঃ মিজানুর রহমানসহ অত্র প্রতিষ্ঠানের ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মোঃ হাবিবুর রহমান সংগ্রাম। দোয়া পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক আলহাজ্ব মোঃ শহীদুল ইসলাম। এসময় বক্তারা বলেন- মরহুম আব্দুল হাই স্যারের মত শিক্ষক এখন খুঁজে পাওয়া কঠিন। তিনি রাতে রাতে ছাত্র-ছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে পড়া লেখার খোঁজ নিতেন। বিদ্যালয়ে কোন শিক্ষক অনুপস্থিত থাকলে সেই শিক্ষকের ক্লাস তিনি নিজেই নিতেন। তারা আরো বলেন- আব্দুল হাই স্যার শুধু একজন শিক্ষকই ছিলেন না, তিনি একাধারে শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক ছিলেন। তিনি বহুগুণে গুণান্বিত ছিলেন। তার দৃঢ় নেতৃত্বে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়টি আজ উপজেলার মধ্যে সেরা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। উল্লেখ্য, মরহুম আব্দুল হাই মিঞা ১৯৪০ সালে ২৯ জুন একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি উপজেলার টেপিবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, সভাপতি ছিলেন। তিনি দীর্ঘ ৪১ বছর অত্র প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। তিনি টাঙ্গাইল জেলার একজন শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন। ২০০৩ সালের ৬ আগষ্ট তিনি মৃত্যু বরণ করেন।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগের চেয়ারম্যান নাজমুস সাদেকীন

খুলনা বিভাগের ৩২ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীর নাম ঘোষণা

পিতা-মাতার প্রতি সন্তানের হক

আর্জেন্টিনার সর্বকালের সেরা পাঁচ ফুটবলার বেছে নিলেন দি মারিয়া

আর্জেন্টিনার সর্বকালের সেরা পাঁচ ফুটবলার বেছে নিলেন দি মারিয়া

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

৩ কিলোমিটার সড়কের দুর্ভোগে ১২গ্রামের ৩০ হাজার মানুষ

ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক

রায়গঞ্জে রোপা আমন চাষ থেকে বঞ্চিত ৫ হাজার বিঘা ফসলি জমি

মধুপুরের লাল মাটির গড়ের আনারসের জৈবিক উপায়ে বাড়াতে হবে নিরাপদ চাষাবাদ, বিদেশে রপ্তানির দাবি

কালিহাতীতে অবৈধ জাল বিরোধী অভিযান