আর্জেন্টিনার সর্বকালের সেরা ফুটবলার কে?
খুব কঠিন এই উত্তর বেশির ভাগের কাছে হয়তো লিওনেল মেসি ও ডিয়েগো ম্যারাডোনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আনহেল দি মারিয়াকে সেই কষ্ট করতে হয়নি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘লা নাসিওন’ তাঁকে আর্জেন্টিনার সর্বকালের সেরা পাঁচ ফুটবলার বাছতে বলেছিল। তাতে কাজটা সহজ হয়ে যায়। প্রথম তিন খেলোয়াড়ের নাম বলতে এতটুকু বাধেনি দি মারিয়ার। দ্বিধায় ভুগেছেন শেষ দুজনকে নিয়ে। কিন্তু বলতে তাঁর বাধেনি, আর এ দুটো নাম নিয়েই বিতর্ক হতে পারে সবচেয়ে বেশি। নিজেকে এই তালিকায় না রাখায় স্বয়ং দি মারিয়াকেই কাঠগড়ায় তুলতে পারেন কেউ কেউ।আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমা জেতা সাবেক এই উইঙ্গার ইউরোপিয়ান ফুটবলে সোনালি অধ্যায় শেষ করে ফিরেছেন জন্মভূমিতে। বেনফিকা থেকে গত মে মাসে যোগ দেন শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে। ক্লাবটির অনুশীলন মাঠে লা নাসিওনকে দেওয়া সাক্ষাৎকারে দি মারিয়াকে আর্জেন্টিনার সর্বকালের সেরা পাঁচ ফুটবলারকে বেছে নিতে বলা হয়। নিচে তা প্রশ্নোত্তর করে তুলে ধরা হলো: