টাঙ্গাইল প্রতিনিধি:
‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ স্লোগানে টাঙ্গাইলে দুদকের ১৮২তম গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৫ আগস্ট) দিনব্যাপী জেলা দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে ওই গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন, দুর্নীতি দমন কমিশনের(দুদক) কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে গণশুনানিতে বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার মিজানুর রহমান, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মুহাম্মদ রেজাউল কবীর, মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন প্রমুখ। গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত জনসাধারণ তাদের অভিযোগগুলো জেলার বিভিন্ন সরকারি দপ্তরের বিরুদ্ধে তুলে ধরেন। এছাড়া বিভিন্ন বেসরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধেও অভিযোগ তুলে ধরা হয়। জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করেন। অনেক অভিযোগ তদন্ত করে ব্যবস্থা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।