মোঃ জাকির হোসেন (বাবলু), দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হাটকানপাড়া জোবেদা ডিগ্রি কলেজে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী আয়োজিত হলো ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ ও বই বিতরণ অনুষ্ঠান, নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে পুরো কলেজ প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন, তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন শিক্ষা শুধু বইয়ের ভেতরে সীমাবদ্ধ নয়, বরং নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধ গড়ে তুলতে হবে, ছাত্র-ছাত্রীদের সঠিক পথে গড়ে তুলতে পরিবার ও শিক্ষক একসাথে কাজ করলে জাতি আলোকিত হবে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. বদরুজ্জামান এবং সঞ্চালনা করেন কলেজের শিক্ষক এ.কে.এম খাইরুল বারী তুহিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম, উপজেলা আইসিটি অফিসার মেহেদী হাসান, কলেজ গভর্নিং বডির সদস্য অধ্যাপক ফজলুল বারী সোহরাব, বাবলু সরকার, সহকারী অধ্যাপক এলাহী বকস ও শিক্ষক প্রতিনিধি আব্দুস সালাম, বক্তারা নবীন শিক্ষার্থীদের মনোযোগী হয়ে পড়াশোনা করার পরামর্শ দেন এবং বই পড়ার প্রতি অনুরাগ বাড়ানোর আহ্বান জানান। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং আনুষ্ঠানিকভাবে নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ করা হয়, এতে কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, অভিভাবক এবং বিপুলসংখ্যক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নবীন বরণ উৎসব আরও প্রাণবন্ত হয়ে ওঠে, গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনায় শিক্ষার্থীরা মুগ্ধ করেন সবাইকে। স্থানীয় অভিভাবকরা বলেন, এ ধরনের আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি উৎসাহ সৃষ্টি হয়, এবং তারা নতুন উদ্যমে শিক্ষাজীবন শুরু করতে পারে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নবীন বরণ ও বই বিতরণ অনুষ্ঠান শিক্ষার্থীদের মনে অনুপ্রেরণার আলো জ্বালিয়ে দিয়েছে।


















