দেবাশীষ কর্মকার, বিশেষ প্রতিনিধি
টাইফয়েড জ্বর প্রতিরোধে, টিকা নেবো দল বেঁধে এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে টাইফয়েড জ্বর থেকে আপনার শিশুকে সুরক্ষিত রাখতে ইপিআই কর্মসূচির আওতায় স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় সার্বিক তত্ত্বাবধানে দেশব্যাপী ১২ অক্টোবর ২০২৫ রবিবার থেকে ভ্যাকসিন টিকা দান কর্মসূচি শুরু হয়। তারই ধারাবাহিকতায় কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। উদ্বোধনের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করেন তানজিনা, পবিত্র গীতা পাঠ করেন স্বাস্থ্য সহকারী বিপুল চন্দ্র সাহা, টিকাদান কর্মসূচিতে শুভ উদ্বোধন ঘোষণা করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলাম, সে সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ জিন্নাত আলম, কালিহাতী সহকারী কমিশনার ভূমি সায়েদা খানম লিজা, কালিহাতী থানা অফিসার ইন-চার্জ মাহবুব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তফা কোবীর, মেডিকেল অফিসার মিরুফা তাজনিন সুমি, মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল ডাঃ পিনাকী রঞ্জন কর্মকার, শিক্ষা অফিসার কুলসুম সোলায়মান, কালিহাতী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেমে মিঞা, টিকা দান ক্যাম্পেইন এর উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা কথা ম্যাডাম, সেখানে উপস্থিত ছিলেন কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য সম্মানিত সুধিবৃন্দ। নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এর পাক প্রাথমিক থেকে নবম শ্রেণী সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে প্রথম ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। পরে টিকা দান কর্মসূচির উদ্বোধক কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলাম কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সহ সকল শিক্ষার্থীদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে বলেন শতভাগ রেজিস্ট্রেশনের আওতায় এসেছে এই স্কুলটি এর জন্য আমি অন্তরের অন্তস্থল থেকে আবারও ধন্যবাদ জানাই সকলের উদ্দেশ্যে তিনি আরো বলেন শুধু রেজিস্ট্রেশন করলেই হবে না টিকাও নিতে হবে এখানে ভয়ের কোন কিছু নেই। এই টিকা দানের মধ্য দিয়ে আগামী বাংলাদেশ টাইফয়েড জ্বর মুক্ত থাকবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। টিকাদান কর্মসূচি আগামী ১৩ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে বলেও জানা যায়।

















