ময়মনসিংহ জেলাধীন মুক্তাগাছা উপজেলা সদরে মুক্তাগাছা জমিদার বাড়িটি অবস্থিত। সুবিশাল জমিদার বাড়ির প্রধান প্রবেশ তোরণের পশ্চিম দিকে আটআনি প্রাসাদের অবস্থান। ময়মনসিংহ জমিদারীর প্রতিষ্ঠাতা শ্রীকৃষ্ণ আচার্য্য চৌধুরী ১৭২৭ সালে আলীবর্দি খাঁর সময়ে এ জমিদারীর বন্দোবস্ত পান। খ্রিস্টীয় উনিশ থেকে বিশ শতকের মাঝামাঝি সময়ে এ জমিদারীর উত্তরাধিকারীগণ অনন্য স্থাপত্যশৈলীতে বিভিন্ন স্থাপনাসমূহ নির্মাণ করেছেন। জমিদার বাড়িটির মধ্যে দুর্গামন্দির, রাজ-রাজেশ্বরী মন্দির, তোষাখানা, লোহার নির্মিত দ্বিতল হাওয়াখানাসহ বেশ কয়েকটি ভবন রয়েছে। নাটমন্দিরের পশ্চিমাংশে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চায়নের জন্য ছিল ঘূর্ণায়মান মঞ্চ। প্রাসাদ প্রাঙ্গনের বাইরে রয়েছে হররামেশ্বর মন্দির, পাথরের শিব মন্দির, জোড়া মন্দির ও তিন শিব মন্দির; যা অদ্যাবধি তৎসময়ের প্রত্ন ঐতিহ্য বহন করে চলেছে। ১৯৯৩ খ্রিঃ-এ মুক্তাগাছার আটআনি জমিদার বাড়িসহ পার্শ্ববর্তী চারটি মন্দির প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষিত হয়।
তথ্য : কালেক্টেড